নীতি বদলের ডাক

শনিবার জয়পুরের চিন্তন শিবিরে সাংবাদমাধ্যমের সামনে এই মন্তব্য করেন কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।

Must read

দেশের আর্থিক পরিস্থিতি এক ভয়ঙ্কর উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে। যে কারণে দেশে বৈষম্য আরও প্রকট হচ্ছে। দেশের ১০ শতাংশ মানুষ চরম দারিদ্রে ভুগছেন। বিশ্ব ক্ষুধা সূচকে বিশ্বের ১১৬টি রাষ্ট্রের মধ্যে ভারত এখন ১০১ নম্বরে। চরম অপুষ্টির শিকার শিশু ও মহিলারা। নরেন্দ্র মোদি সরকারের ভুল আর্থিক নীতির কারণেই দেশের আজ এই পরিস্থিতি।

আরও পড়ুন-’৮৩-র মতো এই সাফল্য: গোপীচাঁদ

অবিলম্বে আর্থিক নীতি বদল বা রিসেট না করলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। শনিবার জয়পুরের চিন্তন শিবিরে সাংবাদমাধ্যমের সামনে এই মন্তব্য করেন কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। এই প্রবীণ নেতা আরও বলেন, মোদি সরকার যে ভুল আর্থিক নীতি নিয়ে চলছে পদে পদেই তার প্রমাণ মিলছে। সে কারণে মুদ্রার অবমূল্যায়ন হচ্ছে। মুদ্রাস্ফীতির হার ক্রমশ বাড়ছে। কমছে কর্মসংস্থান। পেট্রোপণ্য-সহ প্রতিটি জিনিসের দাম আগুন। তাই অবিলম্বে মোদি সরকারকে তার আর্থিক নীতি বদলাতে হবে।

Latest article