’৮৩-র মতো এই সাফল্য: গোপীচাঁদ

টমাস কাপের ফাইনালে ওঠাকে কপিল দেবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের ’৮৩ বিশ্বকাপ ফাইনালে ওঠার সঙ্গে তুলনা টানলেন পুল্লেলা গোপীচাদঁ।

Must read

নয়াদিল্লি, ১৪ মে : কিদাম্বি শ্রীকান্তদের টমাস কাপের ফাইনালে ওঠাকে কপিল দেবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের ’৮৩ বিশ্বকাপ ফাইনালে ওঠার সঙ্গে তুলনা টানলেন পুল্লেলা গোপীচাদঁ।

আরও পড়ুন-টমাস কাপ ফাইনালে সামনে ইন্দোনেশিয়া, আজ জিতলেই সোনার খাতায় নাম ভারতের

তিনি বলেছেন, ‘‘ভারতীয় ব্যাডমিন্টনের ইতিহাসে এটা অত্যন্ত উল্লেখযোগ্য মুহূর্ত। টমাস কাপ দলগত ব্যাডমিন্টনের সবথেকে বড় টুর্নামেন্ট। এখানে ফাইনালে ওঠা মানে বিশ্বের সেরা দলগুলোর বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলা। তাই আমার মনে হয়, ১৯৮৩ সালে বিশ্বকাপ ফাইনালে উঠে ভারতীয় ক্রিকেট দল যে ইতিহাস গড়েছিল, এটা তার সমান কৃতিত্বের।’’ গোপীচাঁদ আরও বলেন, ‘‘কয়েক বছর আগেও আমরা টমাস কাপের যোগ্যতা অর্জন করতে পারব কি না, তা নিয়ে চিন্তায় থাকতাম। যোগ্যতা অর্জন করলেও, গ্রুপ থেকেই বিদায় নিতাম। এবার তো আমাদের সামনে চ্যাম্পিয়ন হওয়ার দারুণ সুযোগ।’’

Latest article