উত্তরাখণ্ড: নদীতে গাড়ি উল্টে মৃত ৯

Must read

ভয়াবহ গাড়ি দুর্ঘটনা উত্তরাখণ্ডে (Uttarakhand Car Accident)। নদীতে গাড়ি উল্টে মৃত্যু হল ৯ জনের। আশঙ্কাজনক আরও একজন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের নৈনিতালের রামনগরে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, প্রবল বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের (Uttarakhand Car Accident) ঢেলা নদী বর্তমানে ফুলে ফেঁপে উঠেছে। এই অবস্থায় শুক্রবার সকালে ১০ জন যাত্রী সহ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে। গাড়িতে ছিলেন মোট ১০ জন, তাদের মধ্যে এক নাবালিকা সহ ৫ জন মহিলা। দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই নাবালিকাকে। জানা গিয়েছে, নিহতদের মধ্যে ৮ জনই পাঞ্জাবের পাতিয়ালার বাসিন্দা। দুর্ঘটনায় গাড়ির চালকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাস্থলের রাস্তাটি জিম করবেট ন্যাশনাল পার্কের দিকে গিয়েছে। গতকাল রাত থেকেই এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে নদীর জল উপচে রাস্তায় চলে এসেছে। পরিস্থিতি এমনই যে আলাদা করে দেখলে রাস্তা আর নদীকে চিহ্নিত করা মুশকিল। যার জেরেই এই দুর্ঘটনা বলে মনে করছে প্রশাসন।

Latest article