ফের বিচারপতির তোপের মুখে সিবিআই আধিকারিকরা

নিয়োগ দুর্নীতির তদন্তে যুক্ত প্রত্যেক সিবিআই অফিসারের সম্পত্তির হিসাব নেবে আদালত।

Must read

প্রতিবেদন : নিয়োগ দুর্নীতির তদন্তে যুক্ত প্রত্যেক সিবিআই অফিসারের সম্পত্তির হিসাব নেবে আদালত। বৃহস্পতিবার খোদ তদন্তকারী সংস্থার আধিকারিকদের এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি চলাকালীন সিবিআইয়ের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি।

আরও পড়ুন-ভাঙনরোধে তৎপর জেলা প্রশাসন

আদালতের মধ্যে তীব্র ভাষায় সিবিআইকে ভর্ৎসনা করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আগামী ৭ দিনের মধ্যে সিবিআই তদন্তের রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। বিরক্ত বিচারপতি সিবিআইয়ের কাজ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে নালিশ করারও হুঁশিয়ারি দেন। এদিন সিবিআইকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা কোনও তদন্তের জন্য উপযুক্ত নয়। ১০ মাস ধরে সিবিআই তদন্ত করছে। এটা কি ইয়ার্কি হচ্ছে! বিচারপতি আরও বলেন, সারা রাজ্যের মানুষ সিবিআই-এর দিকেই তাকিয়ে রয়েছে। অথচ এমন গা-ছাড়া তদন্ত করছে সিবিআই। সিবিআই-এর বিরুদ্ধে এর জন্য ডিপার্টমেন্টাল প্রসিডিং করা হোক বলেও মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন-পুরসভা ২৭৬ জনকে দিল আর্থিক সাহায্য

এরপরই তিনি তদন্তকারী অফিসারদের সম্পত্তির হিসাব নেওয়ার কথা বলেন। এর পরিপ্রেক্ষিতে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, পুলিশও খারাপ, সিবিআইও খারাপ, তাহলে কারা তদন্ত করবে? যতক্ষণ না কারও রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধ হবে ততক্ষণ এজেন্সিগুলিকে এভাবে বেইজ্জত করা হচ্ছে। এখন সিবিআই ভাবুক, তারা এসব মেনে চলবে কিনা। দ্বিতীয়ত, মামলা চলাকালীন তিনি দাবি করছেন তিনি সবই জানেন। কে আসল মাথা, কে ধেড়ে ইঁদুর, কার বাড়ির পাশে কার বাড়ি, তা তিনিই যখন সব জানেন তাহলে এই মামলায় অবিলম্বে সাক্ষী হিসেবে ওনার গোপন জবানবন্দি নেওয়ারও দাবি জানান কুণাল।

Latest article