ভাঙনরোধে তৎপর জেলা প্রশাসন

খাসজমি চিহ্নিত করে নদী-ভাঙন এলাকার মানুষদের পুনর্বাসন দেওয়ার পরিকল্পনা করেছে মালদহ জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজের গতি বেড়েছে।

Must read

সংবাদদাতা, মালদহ : উদাসীন কেন্দ্র। ভাঙনরোধে তৎপর হয়ে কাজ করবে রাজ্য সরকার। মালদহে প্রশাসনিক সভায় যোগ দিয়ে এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর মালদহে গঙ্গা-ভাঙন প্রতিরোধে শুরু হয়েছে জোর তৎপরতা। ইতিমধ্যেই গঙ্গা ও ফুলহার প্রতিরোধে ৪০ কোটি টাকার কাজ করেছে রাজ্য সেচ দফতর।

আরও পড়ুন-পুরসভা ২৭৬ জনকে দিল আর্থিক সাহায্য

ভাঙন প্রতিরোধে উন্নত মানের ব্যবস্থা করতে কী কী পদ্ধতি অবলম্বন করা যায় সেজন্য এজেন্সিকে নিয়োগ করেছে সেচ দফতর। নদীর পাড় এলাকায় ম্যানগ্রোভ ও ভেটবার বপন করে ভাঙন প্রতিরোধের পরিকল্পনা হয়েছে। খাসজমি চিহ্নিত করে নদী-ভাঙন এলাকার মানুষদের পুনর্বাসন দেওয়ার পরিকল্পনা করেছে মালদহ জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজের গতি বেড়েছে।

Latest article