আলিপুর জেল মিউজিয়ামে থাকবে চালতাবাগান সর্বজনীনের দুর্গা মূর্তি

অর্জুনপুর আমরা সবাই এবং টালা প্রত্যয় আগেই সংরক্ষিত হবে বলা হয়েছিল। জানা গিয়েছে, চালতাবাগান সর্বজনীনের পুজো (Chaltabagan) সংরক্ষণ করা হবে

Must read

অর্জুনপুর আমরা সবাই এবং টালা প্রত্যয় আগেই সংরক্ষিত হবে বলা হয়েছিল। জানা গিয়েছে, চালতাবাগান সর্বজনীনের পুজো (Chaltabagan) সংরক্ষণ করা হবে। এই প্রতিমাগুলি আলিপুর জেল মিউজিয়ামে (Alipur jail museum) থাকবে। সাধারণ মানুষের জন্য দেখার ব্যবস্থা করা থাকবে। পুজোর ৭৯ বছরে যন্ত্র শিল্পীদের কুর্নিশ জানিয়েছিল চালতাবাগান। প্রতিমা বানিয়েছিলেন শিল্পী সুবল পাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন-পাট শিল্পকে লাটে তুলে প্লাস্টিক ‘লবি’ চালানোর মরিয়া চেষ্টা কেন্দ্রের, সমালোচনা তৃণমূলের

চালতাবাগানের প্রতিমা ২৭ অক্টোবর রেড রোডের কার্নিভালে হাজির করা হয়। সেই প্রতিমা খুব পছন্দ হয় মুখ্যমন্ত্রীর। নটরাজের আদলে পিতল রঙের প্রতিমাকে দেখে তিনি প্রতিমাটি সংরক্ষণের নির্দেশ দেন। এই নিয়ে চালতাবাগান সর্বজনীনের সম্পাদক মৌসম মুখোপাধ্যায় জানিয়েছেন, কার্নিভালের সময় মুখ্যমন্ত্রীর পছন্দ হয় মূর্তি। তিনি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে দিয়ে খবর পাঠান সংগঠনের কাছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী চাইছেন প্রতিমা সংরক্ষণ করা হোক।

আরও পড়ুন-মালয়ালম অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমা বিসর্জনের সব প্রস্তুতি করা হয়ে গিয়েছে। তার মাঝে মুখমন্ত্রীর এই সিদ্ধান্ত। ক্লাব কর্তারা বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিমা বিসর্জন হবে না। মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মান্যতা দিয়ে আলিপুর জেল মিউজিয়ামে মূর্তি রাখা হবে বলেই জানানো হয়েছে। ক্লাব কর্তারা জানিয়েছেন, ক্লাবের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে। হিডকো পরিচালিত আলিপুর জেল মিউজিয়ামে তিনটি প্রতিমা রাখা হবে।

Latest article