শাওনি সিংহরায়কে একশোয় দুশো দিলেন চন্দ্রিমা, কিন্তু কেন?

Must read

সংবাদদাতা, বহরমপুর : পুরসভাভিত্তিক রাজনৈতিক কর্মশালায় অধীর চৌধুরির নাম না করে কটাক্ষ করলেন নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার বহরমপুর রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে। চন্দ্রিমা বলেন, ইন্দিরা গান্ধীর উত্তরসূরি বলে যারা দাবি করে, তারা বিভেদকামী শক্তিকে বহরমপুর বিধানসভায় ঠাঁই দিয়েছে। সত্যিই যদি ইন্দিরা গান্ধীর উত্তরসূরি হতেন, তাহলে বিভেদকামী শক্তি বিজেপির হাতে বহরমপুর বিধানসভা তুলে দিতেন না। গণতান্ত্রিক পদ্ধতিতে এর প্রতিবাদ করবে তৃণমূল কংগ্রেস। প্রকৃত কংগ্রেস কে, ধর্মনিরপেক্ষ কে, সেটা মুর্শিদাবাদ ও মালদার মানুষ বুঝে গিয়েছেন বলেই বিধানসভায় এত ভাল ফল হয়েছে তৃণমূল কংগ্রেসের। জেলার পুরভোটের প্রস্তুতি দেখে চন্দ্রিমা জেলার নতুন তৃণমূল সভাপতি শাওনি সিংহরায়কে একশোয় দুশো নম্বর দিলেন। যে ছ’টি পুরসভায় নির্বাচন হতে চলেছে, তাতে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের ওপরই ভরসা রাখবে বলে কর্মীদের আশ্বস্ত করলেন। এদিনের কর্মশালায় ছ’টি পুরসভার চেয়ারম্যান-সহ বুথ কর্মীরা ছিলেন। ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সাংসদ অসিত মাল, মন্ত্রী সুব্রত সাহা, শাওনি সিংহরায় প্রমুখ।

আরও পড়ুন-সালারে খুন তৃণমূল কংগ্রেস নেতা

Latest article