সালারে খুন তৃণমূল কংগ্রেস নেতা

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : ব্যক্তিগত কাজ সেরে মোটরবাইকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে প্রাণ হারালেন সালারের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা টগর শেখ (৫৫)। শনিবার সন্ধেয়। অতর্কিত হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় টগরের। স্ত্রী রূপালি বিবি কাগ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্যা। স্থানীয়দের সন্দেহ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই টগরকে খুন করেছে। ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর জানান, স্থানীয় গরু ব্যবসায়ী আনারুল শেখ ও তার কয়েকজন সহযোগী জড়িত। আনারুল নিজের বাড়ির কাছেই ধারালো অস্ত্র নিয়ে টগরের উপর হামলা চালায়। টগর ও আনারুল দু’জনেই গরু ব্যবসায়ী। তিনি আরও জানান, ‘‘একুশের বিধানসভা নির্বাচনে আনারুল এবং তার দলবল কংগ্রেস ও বামপন্থীদের হয়ে ভোট করেছিল। অন্যদিকে টগরের স্ত্রী তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা। এবারের বিধানসভা নির্বাচনে আমাদের হয়ে টগর ভোটের প্রচারও করেছিল। তবে রাজনৈতিক কারণে এই খুন কি না তা আমার সঠিক জানা নেই। ব্যবসায়িক শত্রুতার কারণেও খুন হতে পারে।’’

আরও পড়ুন-বাঁকুড়ায় খুন তৃণমূল কংগ্রেস কর্মী

Latest article