ম্যাচের মধ্যেই অসুস্থ, হাসপাতালে ভর্তি আগুয়েরো

Must read

বার্সেলোনা: রিয়াল মাদ্রিদ ও রায়ো ভায়োকানোর বিরুদ্ধে হারের পর এবার আলাভেসের বিরুদ্ধে ১-১ ড্র। কোচ বদলেও জয় এখনও অধরাই রইল বার্সেলোনার।

আরও পড়ুন-রোনাল্ডো-ম্যাজিকে স্বস্তি সোলসারের

প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ার পর, ৪৯ মিনিটে মেমফিস ডিপাইয়ের গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু মাত্র তিন মিনিটের মধ্যেই সেই গোল শোধ করে দেন আলাভেসের লুইস রিওজা।
ম্যাচ চলাকালীন বুকে হঠাৎ করেই যন্ত্রণা অনুভব করায় মাঠ ছাড়েন বার্সোলোনা তারকা সের্জিও আগুয়েরো। ম্যাঞ্চেস্টার সিটি ছেড়ে বার্সাতে যোগ দেওয়ার পর, চোটের কারণে টানা দুটো মাস মাঠের বাইরে ছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার। চোট সারিয়ে এল ক্লাসিকোয় পরিবর্ত হিসেবে মাঠে নেমে গোল করেছিলেন। এদিন প্রথমবার শুরু থেকে মাঠে নেমেছিলেন আগুয়েরো। কিন্তু তা স্থায়ী হল মাত্র ৪০ মিনিট!

সেই সময় হঠাৎ করেই মাঠে পড়ে যান আগুয়েরো। এরপর বুকে হাত দিয়ে কয়েক মিনিট বসে ছিলেন তিনি। তাঁকে দেখে মনে হচ্ছিল শ্বাস নিতে সমস্যা হচ্ছে। সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় আগুয়েরোকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন-বোলারদেরই জয়ের কৃতিত্ব দিচ্ছেন মর্গ্যান

আশঙ্কা ছিল, তিনি হৃদরোগের শিকার হয়েছেন। পরে অবশ্য জানা যায়, আগুয়েরোর হৃৎস্পন্দনের গতি স্বাভাবিকের থেকে অনেকটাই বেড়ে গিয়েছিল। তবে হাসপাতালে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি সুস্থ হয়ে ওঠেন। আরও জানা গিয়েছে আগুয়েরোর এই সমস্যা নতুন কিছু নয়। বরং ১২ বছর বয়স থেকেই আর্জেন্টাইন স্ট্রাইকার এই সমস্যায় ভুগছেন।

Latest article