পুলিশ, পুরসভা ও বনকর্মীদের নিয়ে ছটপুজোর প্রশাসনিক বৈঠক

এছাড়াও পুরসভার অন্তর্গত ঘাটে রাখা হবে নৌকা, ঘাটের বেশ কিছুটা জাল দিয়ে ঘিরে দেওয়া হবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা হচ্ছে, প্রচুর স্বেচ্ছাসেবকও রাখা হবে

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : আসন্ন ছটপুজোকে নিয়ে প্রশাসনিক তৎপরতা আলিপুরদুয়ারে। শুক্রবার পুলিশ, পুরসভা ও বন দফতরকে নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মহকুমা শাসক বিপ্লব সরকার। প্রশাসন সূত্রের পাওয়া খবর অনুযায়ী নির্বিঘ্নে ছটপুজো সম্পন্ন করার লক্ষ্যে, জেলার প্রতিটি ছটপুজোর ঘাটে বেশ কিছু ব্যবস্থা রাখবে জেলা প্রশাসন। প্রতি ঘাটে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মী থেকে শুরু করে থাকবে পুলিশকর্মীরা।

আরও পড়ুন-জগৎকে ধারণ করেন যিনি

এছাড়াও পুরসভার অন্তর্গত ঘাটে রাখা হবে নৌকা, ঘাটের বেশ কিছুটা জাল দিয়ে ঘিরে দেওয়া হবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা হচ্ছে, প্রচুর স্বেচ্ছাসেবকও রাখা হবে। আর বক্সার জঙ্গল লাগোয়া ঘাটগুলিতে বন দফতরকে সজাগ থাকতে অনুরোধ করা হয়েছে। কারণ এই ধানপাকার মরশুমে প্রায় প্রতিদিনই হাতি বেরোচ্ছে বিভিন্ন এলাকায়। বনকর্মীরা হাতি বেরোলেই যাতে দ্রুত জঙ্গলে ফেরত পাঠানো যায় তার ব্যবস্থা করবে।

আরও পড়ুন-ঐন্দ্রিলা স্মরণে

এদিন বিভিন্ন ঘাট পরিদর্শন করেন মহকুমা শাসক বিপ্লব সরকার। আলিপুরদুয়ারের কালজানি, ডিমা, রায়ডাক নদীর ঘাটগুলোতে ছটপুজোয় প্রচুর ভিড় হয়। জেলা প্রশাসনের গৃহীত ব্যবস্থাপনায় খুশি পুজো উদ্যোক্তারা। মহকুমা শাসক বলেন, আজ পুলিশ প্রশাসন, পুরসভা, বন দফতর ও ঘাট কমিটির সদস্যদের নিয়ে এক বিশেষ বৈঠক হয়েছে। ছটপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা প্রশাসন ইতিমধ্যে সবরকমের ব্যবস্থা নিয়েছে।

Latest article