মুখ্য অর্থনীতিবিদ

অন্যদিকে বিশ্বব্যাঙ্কের সহযোগী সংস্থা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের মুখ্য অর্থনীতিবিদ হিসাবে কাজ করেছেন রঘুরাম রাজন, গীতা গোপীনাথ।

Must read

বিশ্বব্যাঙ্কের নতুন মুখ্য অর্থনীতিবিদ হিসেবে নিযুক্ত হলেন ইন্দরমিত গিল। কৌশিক বসুর পর দ্বিতীয় ভারতীয় হিসাবে ওই পদের দায়িত্ব নিতে চলেছেন তিনি। আগামী ১ সেপ্টেম্বর থেকে ইন্দরমিত তাঁর কার্যভার গ্রহণ করবেন। বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস জানিয়েছেন, উন্নয়ন, দারিদ্র দূরীকরণ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন নিয়ে একাধিক দেশের সঙ্গে কাজ করার বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে ইন্দরমিতের।

আরও পড়ুন-অত্যাধুনিক মিসাইল

বিশ্বব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদ পদের জন্য এই অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, এর আগে কৌশিক বসু ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিশ্বব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদের দায়িত্বভার পালন করেছেন। অন্যদিকে বিশ্বব্যাঙ্কের সহযোগী সংস্থা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের মুখ্য অর্থনীতিবিদ হিসাবে কাজ করেছেন রঘুরাম রাজন, গীতা গোপীনাথ।

 

Latest article