পঞ্চায়েতের প্রচারে কাল কোচবিহারে মুখ্যমন্ত্রী

রাজ্য সরকার প্রভূত উন্নয়ন করেছে। কিন্তু শুধু বিভাজনের রাজনীতি করে এই অঞ্চলগুলিতে অশান্তির বাতাবরণ তৈরি করছে বিজেপি

Must read

প্রতিবেদন : ইতিমধ্যেই পঞ্চায়েতের (panchayat election) প্রচারে (campaign) ঝড় তুলেছে দল (party)। এবার প্রচারে (campaign) যাচ্ছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবারই (Sunday) কোচবিহার (CoochBehar) পৌঁছবেন তিনি। ২৬ তারিখ নেত্রীর জনসভা (public meeting) রয়েছে কোচবিহার দক্ষিণে চান্দামারির প্রাণনাথ হাইস্কুল ময়দানে। উত্তরের এই অংশে চা-শ্রমিক (ta worker) সহ একাধিক জনজাতি গোষ্ঠী রয়েছে।

আরও পড়ুন-বাহিনী দিতে ব্যর্থ কেন্দ্র, বিজেপির নাটক, কোর্টে ধাক্কা

রাজ্য সরকার প্রভূত উন্নয়ন করেছে। কিন্তু শুধু বিভাজনের রাজনীতি করে এই অঞ্চলগুলিতে অশান্তির বাতাবরণ তৈরি করছে বিজেপি। লাগাতার চলছে রাজনৈতিক চক্রান্ত-ষড়যন্ত্র। এই আবহে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সেখানে প্রচারে নামছেন জেনে উজ্জীবিত দলের নেতা-কর্মীরা।

Latest article