বাবাকে খুশি করতেই টাইটানে উঠেছিলেন সুলেমান

বাবার সঙ্গেই টাইটান সাবমেরিনে ওঠেন তিনি। শেষ পর্যন্ত বাবার সঙ্গেই সমুদ্রের অতলে তলিয়ে গেলেন এই তরতাজা যুবক।

Must read

প্রতিবেদন : আটলান্টিক মহাসাগরেই ভেঙে তলিয়ে গিয়েছে টাইটান। এই সাবমেরিনে থাকা ৫ যাত্রীর কেউই বেঁচে নেই, এমনটাই জানিয়েছে মার্কিন নৌসেনা। মৃতদের মধ্যে আছেন ১৯ বছরের তরুণ সুলেমান দাউদ। বাবার ইচ্ছা পূরণ করতে গিয়েই সলিলসমাধি হল সুলেমানের। পাক ধনকুবের শাহজাদা দাউদের ছেলে সুলেমান। বাবা শাহজাদা একরকম জোর করে ছেলেকে এই অভিযানে নিয়ে গিয়েছিলেন। জানা গিয়েছে, ১৯ বছরের তরুণ সুলেমান টাইটানিকের ধ্বংসাবশেষ ঘুরে দেখার বাবার দেওয়া প্রস্তাবে ভয় পেয়েছিলেন।

আরও পড়ুন-পঞ্চায়েতের প্রচারে কাল কোচবিহারে মুখ্যমন্ত্রী

সমুদ্রের গভীরে গিয়ে এই অভিযানের কথা শুনেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়া। তবে ফাদার্স ডে’র দিনই অভিযান হচ্ছে বলে শেষ পর্যন্ত সুলেমান বাবার কথায় রাজি হন। বাবার সঙ্গেই টাইটান সাবমেরিনে ওঠেন তিনি। শেষ পর্যন্ত বাবার সঙ্গেই সমুদ্রের অতলে তলিয়ে গেলেন এই তরতাজা যুবক। সাবমেরিন টাইটান ভেঙে মৃত্যু হয়েছে পাক ধনকুবের শাহজাদা দাউদ ও তাঁর পুত্রের। পাক ধনকুবের শাহজাদার বোন আজমেহ দায়ুদ জানিয়েছেন, টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে একেবারেই আগ্রহী ছিলেন না সুলেমান। তিনি এখনও মানতে পারছেন না, তাঁর ভাইপো আর ফিরে আসবেন না।

Latest article