৫ মে থেকে ২১ জুলাই পর্যন্ত জনসংযোগ যাত্রার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Must read

২ মে তৃণমূলের(TMC) নতুন সরকারের বর্ষপূর্তি। ৫ মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(MamataBanerjee)। এই দিনকে সামনে রেখে মঙ্গলবার দলের সাংগঠনিক বৈঠকে দলীয় কর্মসূচি বেঁধে দিলেন তৃণমূল নেত্রী। ঘোষণা করে দিলেন, ৫ মে থেকে ২১ জুলাই পর্যন্ত ব্লকে ব্লকে জনসংযোগ যাত্রা পালন করবেন দলীয় নেতা-কর্মীরা।

এদিনের সাংগঠনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, “উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পর ২ মে নতুন সরকারের এক বছর। ৫ মে থেকে ২১ জুলাই পর্যন্ত হবে জনসংযোগ।” অবশ্য ২ মে থেকে এই কর্মসূচি শুরু করার কথা থাকলেও ঈদ উপলক্ষে তা ৩ দিন পিছিয়ে দেওয়া হয়। যদিও এটাই শেষ নয়। মুখ্যমন্ত্রী আরও জানান, মোট তিন দফায় হবে এই জনসংযোগ কর্মসূচি। ৫ মে থেকে ২১ জুলাই পর্যন্ত হবে প্রথম দফার জনসংযোগ কর্মসূচি। এরপর ২১ জুলাই থেকে পুজো পর্যন্ত হবে দ্বিতীয় দফার জনসংযোগ। এবং তৃতীয় পর্যায়ে তা শুরু হবে দিপাবলীর পর থেকে। এ প্রসঙ্গে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “নির্বাচনে জিতে ভুলে যাবেন না, সব সময় অ্যাক্টিভ থাকতে হবে। সময় নষ্ট করার সময় নেই। ট্রেডমিলে হাঁটার চেয়ে এলাকায় ঘুরে ঘাম ঝরান। শরীর নাড়াতে হবে।”

আরও পড়ুন – সাংগঠনিক বৈঠকে শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

পাশাপাশি বিধানসভা অধিবেশন এ সকল বিধায়ককে নিয়ম করে প্রতিদিন উপস্থিত থাকতে হবে বলেও এদিন কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, “এসে সই করলাম এবং বেরোনোর সময় সই করলাম, এটা চলবে না। স্কুল-কলেজের মত নিয়ম মেনে পুরো সময় বিধানসভায় থাকতে হবে। বিধানসভা চলাকালীন মাঝে বাইরে কোথাও কোন প্রোগ্রাম রাখা যাবে না।” অনুমতি না নিয়ে অনুপস্থিত থাকা যাবে না, বলেও এদিন স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Latest article