বিল বাঁচাতে কবিতা মুখ্যমন্ত্রীর

Must read

সংবাদদাতা, কাটোয়া : সুর বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলাশয় ও জলাশয়ের প্রাণী বাঁচাতে পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ যে কর্মকাণ্ড শুরু করেছিলেন ২১ বছর আগে, সেই উদ্যোগকে অক্সিজেন জোগাতে খালবিল ও চুনোমাছ বাঁচাতে আয়োজিত ফি বছরের উৎসবের থিম সং লিখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘খালবিল আর জলাশয়ে ভরা রূপসী বাংলার কন্যা/ ওদের সবাই যত্ন কোরো, ওরা যে অনন্যা।’

 

শুধু থিম সং লিখেই দায়িত্ব শেষ করেননি মুখ্যমন্ত্রী। সুবিশাল বিল দুটি সংস্কারের জন্য অর্থবরাদ্দও করেছেন। সেই অর্থে দফায় দফায় সংস্কারকর্ম চলছে। পূর্বস্থলী ১নং ব্লকের বিদ্যানগরে পাশাপাশি দুই বিশাল জলাশয় চাঁদের বিল আর বাঁশদহ বিল সংস্কার, সৌন্দর্যায়ন আর চুনোমাছের যত্ন কীভাবে করা হবে, তার ব্লু-প্রিন্ট চূড়ান্ত করতে আয়োজিত প্রশাসনিক বৈঠকে মন্ত্রী ছাড়াও হাজির ছিলেন বিডিও দেবব্রত জানা, সেচ সহকারী বাস্তুকার সত্যব্রত মুখার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক প্রমুখ। এলাকা সরেজমিনে দেখে গিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়াও। জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে পর্যটক আকর্ষণ বাড়াতে এলাকাটি ঢেলে সাজানোর কাজও শুরু হয়েছে। প্রায় ৬০ একর এলাকা জুড়ে থাকা বিল দুটি সংস্কার হয়েছে। ফলে অতিবৃষ্টি এখন আর লাগোয়া জনপদ ভাসাতে পারে না। এই বিল দুটির মাছ থেকেই রুটিরুজি জোটে বহু মৎস্যজীবী পরিবারের। এখানে হয়েছে অতিথিনিবাস।

Latest article