মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট : ২ সপ্তাহের মধ্যে কেন্দ্রকে অবস্থান জানানোর নির্দেশ হাইকোর্টের

Must read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমান বিভ্রাট নিয়ে এবার কেন্দ্রের জবাব চাইল কলকাতা হাইকোর্ট। ২ সপ্তাহের মধ্যে কেন্দ্রকে অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে ১০ মার্চ হাইকোর্টে (High Court) জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী বিপ্লব চৌধুরী। তাঁর অভিযোগ ছিল, ২০১৬-তেও মুখ্যমন্ত্রীর বিমানে বিভ্রাট দেখা দেয়। ফের একই ঘটনা। ঘটনার নিরপেক্ষ ও যথাযথ তদন্তের দাবি করেন তিনি। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়। সোমবার মামলার শুনানিতে বিচারপতি বলেন, বারবার কেন মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিমান বিপত্তি হচ্ছে, তা জানাক ডিজিসিএ। আগামী ২ সপ্তাহের মধ্যে অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২৫ এপ্রিল এই মামলার শুনানি।

আরও পড়ুন – কালনা পুরসভা নিয়ে আজ অরূপের বৈঠক

সমাজবাদী পার্টির (Samajwadi Party) হয়ে বারাণসীতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেরার পথে কলকাতায় নামার পনেরো মিনিট আগে প্রচণ্ড ঝাঁকুনি হয় বিমানটিতে। রীতিমতো ঝাঁকুনি খেতে খেতে নামতে থাকে বিমান। ঘটনার জেরে রাজ্য সরকারের পক্ষ থেকে ডিজিসিএ-কে চিঠি দেওয়া হয়। প্রাথমিক তদন্তের পরে বলা হয়, খারাপ আবহাওয়ার জন্যই বিভ্রাট ঘটে। ATC-র অনুমতি নিয়ে বিমান অবতরণ করে। এরপরেই এই বিষয় নিয়ে উদ্বিগ্ন প্রশাসন।

Latest article