কচিকাঁচাদের পড়াশোনা উৎসব শিক্ষা দফতরের

ফলে গরিব পরিবারের অনেকেই স্কুলছুট হয়ে পড়ে। যারা ফের স্কুলে যাওয়া শুরু করেছে তাদেরও রিডিং পড়তে সমস্যা হচ্ছে।

Must read

সংবাদদাতা, মুর্শিদাবাদ : কোভিড পরিস্থিতির জন্য দু’বছর বন্ধ ছিল মূল ধারার পঠনপাঠন। চলছিল বাাড়ি থেকে অনলাইনে পাঠ। ফলে গরিব পরিবারের অনেকেই স্কুলছুট হয়ে পড়ে। যারা ফের স্কুলে যাওয়া শুরু করেছে তাদেরও রিডিং পড়তে সমস্যা হচ্ছে। এর ফলে কচিকাঁচা পড়ুয়াদের নিয়ে চিন্তায় পড়েন শিক্ষক ও শিক্ষাবিদরা। এই পরিস্থিতিতে পড়ুয়াদের বইমুখী করতে অভিনব উদ্যোগ নিয়েছে মুর্শিদাবাদ জেলা শিক্ষা দফতর। ছাত্রছাত্রীদের রিডিং পড়া শেখাতে বড়ঞা পাঁচথুপি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হল পড়াশোনা উৎসব।

আরও পড়ুন-১০০ দিনের কাজে কেন্দ্রের কাছে জেলার পাওনা ২৪ কোটি, বিকল্প কাজের ব্যবস্থা রাজ্যের

এর ফলে কচিকাঁচা পড়ুয়ারা উপকৃত হবে। ছাত্রছাত্রী থেকে অভিভাবকরাও হাজির ছিলেন অনুষ্ঠানে। উৎসবের সূচনায় পাঁচথুপি স্কুলে আয়োজিত ক্যুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আড়াইশো ছাত্রী-সহ স্কুলের শিক্ষিকা ও এলাকার বিশিষ্টরা অংশ নেন। প্রধান শিক্ষক শীর্ষেন্দুনারায়ণ সিনহা বলেন, ‘‘রাজ্য সরকার এবং প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে স্কুলের পড়ুয়াদের রিডিং স্কিল বাড়ানোর লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।’’ জানা যায়, জেলার বিভিন্ন স্কুলেই শিশু পড়ুয়াদের রিডিং পড়ায় দক্ষ করে তুলতে এইরকম পড়াশোনা উৎসবের আয়োজন করা হয়েছে জেলা শিক্ষা দফতরের উদ্যোগে।

Latest article