১০০ দিনের কাজে কেন্দ্রের কাছে জেলার পাওনা ২৪ কোটি, বিকল্প কাজের ব্যবস্থা রাজ্যের

পশ্চিম বর্ধমানে ১ লক্ষ ৪৪ হাজার ৪৪৭ জব কার্ডধারীর মধ্যে ২০,৭৩৪ জনের নাম পোর্টালে নথিভুক্ত হওয়ায় তাঁদের কাজ দেওয়া হচ্ছে।

Must read

সংবাদদাতা, আসানসোল : এই মুহূর্তে একশো দিনের কাজের প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা ৭,১৩০ কোটি টাকা। যা নিয়ে বারে বারেই তীব্র ক্ষোভ জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাওনা টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে ২৭-২৮ জুন রাজ্যের সব ব্লকে বিক্ষোভ আন্দোলনও হয় তৃণমূল কংগ্রেসের তরফে। এই প্রকল্পে পশ্চিম বর্ধমান জেলার বকেয়া প্রাপ্য ২৪ কোটি টাকা। ছয় মাস ধরে একটি টাকাও দেয়নি মোদি সরকার।

আরও পড়ুন-চলতে ফিরতে বিজ্ঞান, উটের পিঠের কুঁজ-রহস্য

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কাঁকসা, দুর্গাপুর-ফরিদপুর, অন্ডাল, পাণ্ডবেশ্বর, রানিগঞ্জ, জামুড়িয়া, বারাবনি ও সালানপুর এই ৮ ব্লকে কাজ হয় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে। এটি সাধারণভাবে একশো দিনের কাজের প্রকল্প হিসেবে দেশে জনপ্রিয়। এই প্রকল্পে ২০২১-২২ অর্থবর্ষে ৭২ কোটি এবং ২০২২-২৩ অর্থবর্ষের ২৭ জুন পর্যন্ত ৩ কোটি টাকার কাজ হয়েছে জেলায়। যার মধ্যে ২৪ কোটি টাকা কেন্দ্রের তরফে দেওয়া হয়নি বলে জানা যায়। বকেয়ার পরিমাণ, কাঁকসা : ৮ কোটি ৬ লক্ষ, রানিগঞ্জ : ৩ কোটি ২ লক্ষ, সালানপুর : ২ কোটি ৫২ লক্ষ, জামুড়িয়া : ২ কোটি ৪৯ লক্ষ, বারাবনি : ২ কোটি ৩৯ লক্ষ, দুর্গাপুর ফরিদপুর : ২ কোটি ৯২ লক্ষ, অন্ডাল : ১ কোটি ৩৪ লক্ষ ও পাণ্ডবেশ্বর : ১ কোটি ২৭ লক্ষ টাকা। কেন্দ্র টাকা না দিলেও রাজ্য বিভিন্ন প্রকল্প থেকে বহু কষ্টে সংগৃহীত অর্থে এই প্রকল্প চালু রেখেছে।

আরও পড়ুন-বিজেপি নেতা ধৃত

জেলার একশো দিনের কাজের নোডাল অফিসার রাজীব পাণ্ডে জানান, কেন্দ্র এই প্রকল্পে টাকা না পাঠানোয় রাজ্য কর্মপ্রকল্প নামে বিকল্প প্রকল্প শুরু করে গত ২০ মে wbdeptemployment.in পোর্টালটি চালু করে। প্রতিটি জেলার জব কার্ডধারীরা এই পোর্টালে নাম নথিভুক্ত করলে তার ভিত্তিতে কাজ পাবেন বলে জানান রাজীববাবু। পশ্চিম বর্ধমানে ১ লক্ষ ৪৪ হাজার ৪৪৭ জব কার্ডধারীর মধ্যে ২০,৭৩৪ জনের নাম পোর্টালে নথিভুক্ত হওয়ায় তাঁদের কাজ দেওয়া হচ্ছে।

Latest article