উলুবেড়িয়া মেডিক্যালে ক্লাস শুরু এবছর

নির্মীয়মাণ উলুবেড়িয়া মেডিক্যাল কলেজের কাজ খতিয়ে দেখতে এসে এই কথা জানান বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও বিধায়ক ডাঃ নির্মল মাজি।

Must read

সংবাদদাতা, হাওড়া : চলতি শিক্ষাবর্ষেই উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে ১০০ আসন নিয়ে চালু হচ্ছে এমবিবিএস কোর্স। নির্মীয়মাণ উলুবেড়িয়া মেডিক্যাল কলেজের কাজ খতিয়ে দেখতে এসে এই কথা জানান বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও বিধায়ক ডাঃ নির্মল মাজি। সঙ্গে ছিলেন বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়-সহ বিধায়ক রাজা সেন, সুকান্ত পাল, বিদেশ বসু, প্রিয়া পাল, উলুবেড়িয়ার পুরপ্রধান অভয় দাস-সহ আরও অনেকে। ছিলেন জেলা স্বাস্থ্য দফতরের পদস্থ কর্তারা।

আরও পড়ুন-টিএমসিপির উদ্যোগ

হাসপাতাল তৈরির কাজের অগ্রগতি খতিয়ে দেখে এই ব্যাপারে একটি বৈঠকও করেন ডাঃ নির্মল মাজি। কীভাবে কাজ হচ্ছে তা বিস্তারিতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তাঁরা। বৈঠকের শেষে ডাঃ নির্মল মাজি জানান ‘ইতিমধ্যেই উলুবেড়িয়া মেডিক্যাল কলেজটির শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ নাম দেওয়া হয়েছে। দ্রুততার সঙ্গে এখানে শেষ মুহূর্তের কাজ চলছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই এই মেডিক্যালে ১০০টি আসন নিয়ে এমবিবিএস পড়ানো শুরু হয়ে যাবে। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের মধ্যে থেকেই এখানে ডাক্তারিতে ভর্তি নেওয়া হবে। এরই সঙ্গে একটি নার্সিং কলেজ ও হোস্টেল তৈরি হবে। এছাড়াও এই মেডিক্যাল কলেজের জন্য দুটি বহুতল বিল্ডিংও তৈরি হচ্ছে।’ ডাঃ সুদীপ্ত রায় বলেন, ‘কয়েকটি বিষয়ে আমরা উলুবেড়িয়া হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছি। তবে এখানকার যা পরিকাঠামো রয়েছে তাতে চলতি শিক্ষাবর্ষ থেকেই এমএমবিএস পড়ানো শুরু করা সম্ভব। সেই লক্ষ্যেই আমরা এই শিক্ষাবর্ষ থেকে এখানে এমবিবিএস পড়ানো শুরু করছি।’

Latest article