সাইবার অপরাধ রুখতে সচেতনতা

এবার এই সাইবার প্রতারণার হাত থেকে কীভাবে রক্ষা পেতে হবে সেই ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগী হলেন সমবায়মন্ত্রী অরূপ রায়

Must read

সংবাদদাতা, হাওড়া : ক্রমশ বাড়ছে ক্যাশলেস লেনদেন। হয়েছে ইন্টারনেটেরও রমরমা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধের ঘটনাও। এবার এই সাইবার প্রতারণার হাত থেকে কীভাবে রক্ষা পেতে হবে সেই ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগী হলেন সমবায়মন্ত্রী অরূপ রায়। আগামী রবিবার হাওড়ার শরৎ সদনে সমবায়মন্ত্রীর উদ্যোগে হচ্ছে সাইবার সচেতনতা শিবির।

আরও পড়ুন-উলুবেড়িয়া মেডিক্যালে ক্লাস শুরু এবছর

সেখানে একাধিক সাইবার বিশেষজ্ঞ, পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্তারা কীভাবে সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা পেতে হবে তা সাধারণ মানুষকে বুঝিয়ে বলবেন। ইন্টারনেট ব্যবহারের সময় কী কী সাবধানতা অবলম্বন করতে হবে, ক্যাশলেশ লেনদেনের সময় কোন কোন বিষয়গুলি মেনে চলতে হবে তা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে বলবেন সাইবার বিশেষজ্ঞরা। হ্যাকারদের হাত থেকে রক্ষা পেতে কী কী বিষয়গুলি মেনে চলতে হবে তাও সাধারণ মানুষকে বুঝিয়ে বলা হবে। সমবায়মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে আয়োজিত ওই সাইবার সচেতনতা শিবিরে হাওড়া জেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, প্রবীণ মানুষ, সরকারি ও বেসরকারি সংস্থার কর্মী, ব্যবসায়ী-সহ সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত থাকবেন। এই প্রসঙ্গে সমবায়মন্ত্রী অরূপ রায় বলেন, ‘সাইবার প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এই সচেতনতা শিবির।

Latest article