কল ফরওয়ার্ড করে প্রতারণা

এই কৌশলেই এরা বিভিন্ন ব্যক্তিকে ব্ল্যাকমেল করছে, টাকা তুলছে। মহানগরীর দু’টি থানায় ইতিমধ্যেই এ-ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন প্রতারিতরা

Must read

প্রতিবেদন : সাইবার প্রতারণার নিত্যনতুন ফাঁদ পাতছে প্রতারকরা। তাদের নয়া কৌশল এবারে কল ফরওয়ার্ডিং। এই কৌশলেই এরা বিভিন্ন ব্যক্তিকে ব্ল্যাকমেল করছে, টাকা তুলছে। মহানগরীর দু’টি থানায় ইতিমধ্যেই এ-ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন প্রতারিতরা। অভিযোগ, তাঁদের নাম ব্যবহার করে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে সাইবার প্রতারকরা।

আরও পড়ুন-সাইবার অপরাধ রুখতে সচেতনতা

তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। প্রতারণার কৌশলটা ঠিক কেমন? সাইবার অপরাধীরা কাজ হাসিল করতে প্রথমে ব্যবহার করছে কল সেন্টারকে। একাধিক কলসেন্টারের মাধ্যমে ফোন করা হচ্ছে টার্গেটদের। কখনও লটারি জেতার মিথ্যে খবর দেওয়া হচ্ছে। কাউকে আবার আধার কার্ড সংশোধন কিংবা কেওয়াইসি আপডেটের কথা বলা হচ্ছে। অফার দেওয়া হচ্ছে টেক-সাপোর্টেরও। ফাঁদে পা দিলেই সর্বনাশ! প্লে স্টোর থেকে ডাউনলোড করতে বলা হয় একটি বিশেষ অ্যাপ।

Latest article