স্কুলে মিড-ডে মিলের মান দেখলেন বিডিও

শুধু হানা দিয়ে নজর রাখাই নয়, রান্নাঘর থেকে তিনি তুলে খেলেন পড়ুয়াদের জন্য রান্না করা মিড-ডে মিলের খাবারও।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : স্কুলে স্কুলে মিড-ডে মিলের রান্না ঘরে হানা বিডিওর। শুধু হানা দিয়ে নজর রাখাই নয়, রান্নাঘর থেকে তিনি তুলে খেলেন পড়ুয়াদের জন্য রান্না করা মিড-ডে মিলের খাবারও। দেখলেন, খাবারের মান ঠিক আছে কি না? প্রায় ২ বছর পর খুলেছে স্কুল। স্বাভাবিক হয়েছে পঠন-পাঠন। স্কুলগুলোতে শুরু হয়েছে মিড-ডে মিল। এবার সেই মিড-ডে মিলের গুণগতমান বিচার করতে বিদ্যালয়ে হাজির বিডিও।

আরও পড়ুন-কল ফরওয়ার্ড করে প্রতারণা

বৃহস্পতিবার আহিরণে মিড-ডে মিলের খাবারের গুণগত মান বিচার করতে আহিরণ জুনিয়র বেসিক স্কুলের রান্না ঘরে পৌঁছে গেলেন বিডিও মহম্মদ এইচ এম রিয়াজুল হক। কথা বললেন মিড-ডে মিলে রাঁধুনিদের সঙ্গে। মেনুতে কী কী দেওয়া হয়। কী কী খাবার প্রতিদিন দেওয়া হয় সমস্ত খুঁটিনাটি খোঁজ-খবর নিলেন তিনি। এর পর নিজেই ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি মিড-ডে মিলের খাবার খেয়ে দেখলেন। তাদের পড়াশোনার খোঁজ খবর নিলেন বিডিও। ব্লক আধিকারিকের এইভাবে বিদ্যালয় পরিদর্শনে খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। করোনার অতিমারি কাটিয়ে খুলে গিয়েছে সমস্ত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান।

Latest article