টিএমসিপির উদ্যোগ

তাঁদের দাবি মেনে বৃহস্পতিবার থেকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে চালু হয়ে গেল ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন

Must read

ছাত্রীদের স্বার্থে বড় উদ্যোগ (initiative) তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপির। তাঁদের দাবি মেনে বৃহস্পতিবার থেকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে চালু হয়ে গেল ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন। বিশ্ববিদ্যালয় চত্বরে মোট চারটি মেশিন বসানো হয়েছে। এর জন্য অনেকদিন ধরেই দাবি জানিয়ে আসছিল বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিট।

আরোও পড়ুন-মাহেশের পথে রথ ২ বছর পর

অবশেষে তাঁদের দাবি মেনে ক্যাম্পাসে এই মেশিন বসালেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে টিএমসিপি-র রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট প্রান্তিক চক্রবর্তী জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে সব সময় ছাত্রছাত্রীদের পাশে রয়েছে টিএমসিপি, এই ঘটনাই তার প্রমাণ। আগামীদিনে ছাত্রছাত্রীদের স্বার্থে আরও অনেক পরিকল্পনা রয়েছে।

Latest article