আক্রান্তদের ফলের ঝুড়ি পাঠিয়ে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

Must read

প্রতিবেদন : অনন্য এবং ব্যতিক্রমী। অন্য রাজ্যের থেকে বাংলা কেন অন্যরকম তা বুঝিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কোভিডের মাঝেও মানুষকে একটু শুভেচ্ছা আর পাশে থাকার বার্তা। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী জানান, কোভিডে আক্রান্ত যাঁরা হচ্ছেন, তাঁদের বাড়িতে কিছু ফল পাঠানো হবে। সঙ্গে শুভেচ্ছা বার্তা। আক্রান্তদের বাড়িতে পৌঁছে যাবে এই ফলের ঝুড়ি। মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) এই ঘোষণার পরেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে যায়। কলকাতার প্রতিটি বরোতে ফল পাঠানোর ব্যবস্থা শুরু হয়ে যায়। এই পরিস্থিতিতে সরকার একদিকে দুঃস্থদের চাল-ডাল-সহ একাধিক জিনিস বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছে। পাশাপাশি কোভিড আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনায় শুভেচ্ছা বার্তা-সহ ফল পাঠাতে শুরু করেছে। ঝুড়িতে বারোটি করে ফল থাকছে। কোভিড আক্রান্তদের বাড়িতে সরকার ফল পাঠাচ্ছে, এরকম নিদর্শন দেশে বিরল। কেউ এভাবে ভাবেওনি। এখানেই ব্যতিক্রম বাংলার মুখ্যমন্ত্রী। ব্যতিক্রম বাংলা

আরও পড়ুন-প্রকাশ্যেই বিজেপি লাট খাচ্ছে, দল ছাড়া চলছে

Latest article