সন্তোষের মূলপর্বে কঠিন গ্রুপে বাংলা

Must read

সন্তোষ ট্রফির (Santosh Trophy) গ্রুপ বিন্যাস হয়ে গেল। বৃহস্পতিবার দিল্লিতে ৭৫তম জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়। মূলপর্বে যোগ্যতা অর্জন করা ১০ দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে পাঁচটি করে দল। মূলপর্বে বাংলা পড়েছে শক্ত গ্রুপে। কার্যত গ্রুপ অফ ডেথ তাদের। ‘এ’ গ্রুপে বাংলা ছাড়াও রয়েছে কেরল ও পাঞ্জাবের মতো শক্তিশালী দল। সঙ্গে মেঘালয় ও রাজস্থান। গ্রুপ ‘বি’ তে গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেসের সঙ্গে রয়েছে মণিপুর, কর্নাটক, ওড়িশা ও গুজরাত। কেরলে সন্তোষ ট্রফির (Santosh Trophy) মূলপর্ব শুরু হওয়ার কথা ২০ ফেব্রুয়ারি থেকে। এখনও দেড় মাস বাকি। এআইএফএফ কর্তারা মনে করছেন, করোনা পরিস্থিতি তখন নিয়ন্ত্রণে চলে আসবে।

আরও পড়ুন-করোনাজয়ী মেসি ফিরলেন প্যারিসে

Latest article