বিধায়ক কিনে সরকার ভাঙার টাকা আসছে কোথা থেকে? গেরুয়া শিবিরকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Must read

মহারাষ্ট্রের সরকার ভাঙতে কত টাকা এসেছে? সেই টাকা কে দিল? এই নিয়ে তো সিবিআই-ইডি হল না! প্রখর রোদ মাথায় নিয়ে মেয়ো রোডে TMCP-র সমাবেশ থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMCP Mamata Banerjee)। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ঝাড়খণ্ড সরকার ভাঙতে গিয়েছিল আমি ধরেছি”। দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রসঙ্গ তুলে মমতা বলেন, “কেজরি বলছে দিল্লির সরকার ভাঙতে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে”। কোথা থেকে আসছে ৮০০ কোটি টাকা! তীব্র আক্রমণ তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর।

আরও পড়ুন: শুভেন্দু, সুকান্ত-দিলীপকে বেইমান-গদ্দার-গুন্ডা বলে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রী বলেন, সিবিআই-ইডির দুর্নীতির অনেক তথ্যই রাজ্যের হাতে আছে। ইডি, সিবিআইকে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে লুঠ করা হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। বিজেপির বৈদিক ভিলেজের মিটিং নিয়ে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, জনগণের টাকা লুঠ করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMCP- Mamata Banerjee) কথায় “নির্বাচনের সময় আমাদের জ্বালিয়েছেন।” তাঁরাও লিস্ট করে রাখছেন- কারা অপদস্থ করছে, কারা গায়ের জোরে এসব করছেন। দিল্লিতে রেল ভবন, পার্লামেন্ট সব ভেঙে দিয়েছে বলেও তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article