সুব্রতদাকে মিস করছি

Must read

প্রতিবেদন : কলকাতা পুরসভার মেয়র নির্বাচনী সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) স্মৃতিচারণে ভারাক্রান্ত হলেন। বললেন, আজ সুব্রতদাকে মিস করছি। মনে পড়ছে যখন সুব্রতদা মেয়র হয়েছিলেন, তখনকার কথা। আমাদের মেজরিটি ছিল, কিন্তু কম ছিল। তখন রবি দত্তও বেঁচে ছিলেন। সেই সময়, পুরবোর্ড তৈরির জন্য আমাদের কাউন্সিলরদের নিয়ে নিজাম প্যালেসে রেখেছিলাম। টানা ৭২ ঘণ্টা সেখানে রাখতে হয়েছিল। কীভাবে বিরোধীরা ভোট ছিনিয়ে নেয় দেখেছি। সেই ভোটকে রক্ষা করার জন্য আমি আর সুব্রতদা কাজ করেছি। লড়াই করেছি। সুব্রতদার মৃত্যুটা আমাদের কাছে গ্রেট লস। একথা ঠিকই কলকাতার মেয়র হয়ে সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) মহানগরীকে উন্নয়নের উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। এছাড়াও যাঁরা কোভিডে মারা গিয়েছেন, তাঁদের স্মৃতিচারণ করে কোভিড যোদ্ধাদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। বাংলার কৃষ্টি রক্ষা করার জন্য তিনি আবেদন জানান।

আরও পড়ুন-শুক্রবার কাউন্সিলরদের শপথ, ২৮ ডিসেম্বর শপথ নেবেন মেয়র, ডেপুটি মেয়র ও চেয়ারপার্সন

Latest article