তৃণমূলের অভিযোগ

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বক্তব্য, জনগণের দ্বারা নির্বাচিত হয়েও জনগণের সেবাই বিজেপি সরকারের কাছে সবচেয়ে গৌণ৷

Must read

নয়াদিল্লি : মোদি জমানায় বিরোধী স্বর দমন করতে একের পর এক অগণতান্ত্রিক কাজ করে চলেছে বিজেপি সরকার৷ রাজনৈতিক বিরোধীদের হেনস্তা করার পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন এবং সংবাদমাধ্যমের স্বাধীনতাও হরণ করা হচ্ছে৷ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বক্তব্য, জনগণের দ্বারা নির্বাচিত হয়েও জনগণের সেবাই বিজেপি সরকারের কাছে সবচেয়ে গৌণ৷

আরও পড়ুন-এলাহাবাদ হাইকোর্টে জোর ধাক্কা খেল যোগী সরকার

বিরোধী স্বর দমন করতে সংবাদমাধ্যমের স্বাধীনতাকে ধ্বংস করছে মোদি সরকার৷ তাই ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতার সূচক ১৮০–র মধ্যে ১৫০ নম্বর স্থানে৷ লজ্জার এবং উদ্বেগের বিষয় হল, সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ৫টি দেশের মধ্যে রয়েছে ভারত৷ যেখানে একই তালিকায় রয়েছে আফগানিস্তান, ইয়েমেনের মতো দেশ৷ সাংবাদিকদের জেলে পাঠানোর ঘটনা বেড়েছে ২০ শতাংশ৷ অন্যদিকে, ইডি–র করা ৯৫ শতাংশ মামলাই বিরোধীদের বিরুদ্ধে৷

Latest article