মনরেগায় ডিজিটাল তথ্য বাধ্যতামূলক করবে কেন্দ্র

মজদুর কিসান শক্তি সংগঠন জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার হলফ করে বলতে পারছে না যে, এই পদ্ধতি চালু করলে দুর্নীতি বন্ধ হবে।

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : ১০০ দিনের কাজ নিয়ে বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। নতুন বছরেই সংস্কার আসছে একশো দিনের কাজ বা মনরেগা প্রকল্পে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম অর্থাৎ এমজিএনআরইজিএ-এর অধীনে যাঁরা কাজ করবেন, তাঁদের সবার উপস্থিতি এবার থেকে ডিজিটালি নেওয়া হবে। আগামী বছরের শুরু থেকে অর্থাৎ ২০২৩-এর ১ জানুয়ারি থেকেই এটি কার্যকর করা হবে। গত মে মাসেই এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন-তৃণমূলের অভিযোগ

এর ফলে মনরেগায় স্বচ্ছতা আনা সম্ভব হবে বলে মনে করছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেমের মাধ্যমে শ্রমিক ও অন্যান্য কর্মীদের ডিজিটাল উপস্থিতি নেওয়া হবে। ২০২২-এর ১৬ মে থেকে যেসব জায়গায় কর্মী সংখ্যা ২০ কিংবা তার বেশি, সেখানে অ্যাপের মাধ্যমে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছিল। এর জন্য শ্রমিকদের দুটি অ্যাটেস্ট করা ছবি আপলোড করতে বলা হয়েছিল। তবে সেখানেও বেশ কিছু অভিযোগ ওঠে। তার মধ্যে ছিল প্রযুক্তিগত সহায়তা না পাওয়া, স্মার্টফোন না থাকা, স্মার্টফোন থাকলেও ইন্টারনেট সংযোগের অভাব এবং অনিয়মিত ইন্টারনেট সংযোগের সমস্যা ইত্যাদি।

আরও পড়ুন-এলাহাবাদ হাইকোর্টে জোর ধাক্কা খেল যোগী সরকার

বলা হচ্ছে, নতুন ব্যবস্থায় কাজে যোগদান এবং ছুটির সময়ের পাশাপাশি গুগল লোকেশন মারফত কাজের জায়গা চিহ্নিত করে তার সঙ্গে কর্মীর ছবি লাগানো থাকবে। এই কাজের দায়িত্বে থাকবেন একশো দিনের কাজের সুপারভাইজাররা। গত ২৩ ডিসেম্বর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে জারি করা একটি নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে সমস্ত জায়গায় ডিজিটাল মাধ্যমে শ্রমিক ও অন্যান্য কর্মীদের উপস্থিতি যাচাই বাধ্যতামূলক। ২০২৩ এর ১ জানুয়ারি থেকে এই পদ্ধতি কার্যকর হবে বলে নির্দেশিকায় উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার। তবে এই ডিজিটাল পদ্ধতি নিয়েও কয়েকটি সমস্যা তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন-সরকারি ভাতা, বাড়ি পেয়ে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ খালেমা পটুয়া

মজদুর কিসান শক্তি সংগঠন জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার হলফ করে বলতে পারছে না যে, এই পদ্ধতি চালু করলে দুর্নীতি বন্ধ হবে। যদিও এই পদ্ধতি চালু করার আসল উদ্দেশ্য নিয়েও ধন্দ রয়েছে বলে দাবি সংগঠনের। তাদের বক্তব্য, এই নির্দেশটি এমন একটা সময়ে দেওয়া হল যখন আগেকার অভিযোগগুলির এখনও কোনও সমাধান হয়নি। অ্যাপভিত্তিক উপস্থিতিতে ইলেকট্রনিক মাস্টাররোল নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। তা না মিটিয়েই কেন নতুন নিয়ম?

 

Latest article