নথি দিচ্ছে না কেন্দ্র, ক্ষোভ জাতীয় সংগ্রহশালার

সংস্থার ডিরেক্টর জেনারেল চন্দন সিনহা জানিয়েছেন, অনেক কেন্দ্রীয় মন্ত্রকই তাঁদের সেই সমস্ত ঐতিহাসিক ঘটনার রেকর্ড দেয়নি।

Must read

নয়াদিল্লি : ১৯৬২, ১৯৬৫ এবং ১৯৭১ সালের যুদ্ধের নথি জাতীয় সংগ্রহশালায় নেই। কেন্দ্রের কোনও মন্ত্রক প্রয়োজনীয় কোনও তথ্য দিচ্ছে না। অভিযোগ ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার। খোদ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই দেশের যুদ্ধজয়ের নথি সরবরাহে এমন অসহযোগিতার অভিযোগ তুলল জাতীয় সংগ্রহশালা। তাদের অভিযোগ, এই কারণেই ১৯৬২ সালে চিন যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবুজ বিপ্লবের মতো অনেক গুরুত্বপূর্ণ ঘটনারই কোনও রেকর্ড নেই তাদের কাছে।

আরও পড়ুন-মনরেগায় ডিজিটাল তথ্য বাধ্যতামূলক করবে কেন্দ্র

সংস্থার ডিরেক্টর জেনারেল চন্দন সিনহা জানিয়েছেন, অনেক কেন্দ্রীয় মন্ত্রকই তাঁদের সেই সমস্ত ঐতিহাসিক ঘটনার রেকর্ড দেয়নি। সরকারি রেকর্ড আইন ১৯৯৩ অনুযায়ী, ২৫ বছরের পুরনো ঘটনার রেকর্ড জাতীয় সংগ্রহশালাকে দেয় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং দফতর। সম্প্রতি প্রশাসনিক সংস্কার এবং জন অভিযোগ বিভাগ আয়োজিত সুশাসন দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে চন্দন সিনহা জানিয়েছেন, বিভিন্ন মন্ত্রকের ১৫১টি বিভাগ মিলিয়ে তাঁদের কাছে রেকর্ড আছে মাত্র ৩৬টি বিভাগ সহ মোট ৬৪টি সংস্থার। সংশ্লিষ্ট মন্ত্রক বা বিভাগ ঠিক করে সেই বিষয়ের গোপনীয়তা কোন পর্যায়ের হবে। কোনও গোপনীয় বা বিশেষ শ্রেণিভুক্ত ঘটনার কোনও নথি তাদের কাছে থাকে না। ডিজি অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে অনেক ঘটনারই তথ্য বা নথি এই সংস্থাকে দেওয়া হয়নি।

Latest article