এলাহাবাদ হাইকোর্টে জোর ধাক্কা খেল যোগী সরকার

বিচারপতি ডি কে উপাধ্যায় এবং সৌরভ লাভানিয়ার ডিভিশন ​বেঞ্চ ওবিসি সংরক্ষণে রাজ্যের ৫ ডিসেম্বরের খসড়া বিজ্ঞপ্তি খারিজ করে দিয়েছে৷

Must read

নয়াদিল্লি : এলাহাবাদ হাইকোর্টে বড় ধাক্কা খেল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার৷ হাইকোর্টের লখনউ বেঞ্চ উত্তরপ্রদেশের নগরনিগম নির্বাচন নিয়ে বড় রায় ঘোষণা করেছে৷ আদালতের নির্দেশ, এবারের নগরনিগম নির্বাচন ওবিসি সংরক্ষণ ছাড়াই পরিচালনা করতে হবে৷ বিচারপতি ডি কে উপাধ্যায় এবং সৌরভ লাভানিয়ার ডিভিশন ​বেঞ্চ ওবিসি সংরক্ষণে রাজ্যের ৫ ডিসেম্বরের খসড়া বিজ্ঞপ্তি খারিজ করে দিয়েছে৷ অবিলম্বে নির্বাচনের জন্য যোগী সরকারকে বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিয়েছে লখনউ বেঞ্চ৷ আদালতের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশিত ট্রি​পল পরীক্ষা না হওয়া পর্যন্ত সংরক্ষণ কার্যকর করা উচিত নয়৷ ২০১৭ সালের ওবিসি র‍্যাপিড সার্ভে খারিজ করেছে হাইকোর্ট৷

আরও পড়ুন-সরকারি ভাতা, বাড়ি পেয়ে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ খালেমা পটুয়া

হাইকোর্টের এই রায়ে যোগী সরকারের মুখ পুড়ল৷ কারণ, গত ৫ ডিসেম্বর বিজেপি সরকার ১৭টি কর্পোরেশনের মেয়র, ২০০টি পুরসভার চেয়ারপার্সন ও ৫৪৫টি নগর পঞ্চায়েতের জন্য সংরক্ষিত আসনের অস্থায়ী তালিকা জারি করে৷ আলিগড়, মথুরা–বৃন্দাবন, মিরাট, প্রয়াগরাজের মেয়রের আসন ওবিসি প্রার্থীদের জন্য সংরক্ষিত ছিল৷ সুপ্রিম কোর্ট নির্দেশিত সমীক্ষা ছাড়াই একতরফাভাবেই ওবিসিদের সংরক্ষণের পরিকল্পনা ধোপে টিকবে না বলেই আগেই সমালোচনা করেছিল সমাজবাদী পার্টি৷ সরকারি পদক্ষেপের বিরোধিতায় হাইকোর্টে পিটিশন দায়ের হয়৷ অবশেষে দেখা গেল, খোদ হাইকোর্ট রাজ্য সরকারের একতরফা পদক্ষেপ বেআইনি ​বলে খারিজ করে দিয়েছে৷

Latest article