ধসের জেরে জোশীমঠে বন্ধ নির্মাণকাজ

এনটিপিসি কর্তৃপক্ষও এ বিষয়ে সাফাই দিয়ে বলেছে, ভূমিধসের জায়গা থেকে তাপবিদ্যুৎ প্রকল্পের দূরত্ব প্রায় এক কিলোমিটার।

Must read

প্রতিবেদন : উত্তরাখণ্ডের জোশীমঠে ভূমিধসের পর কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকার একাধিকবার দাবি করেছে, তপোবন-বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্পের কাজের জন্য মারাত্মক আকারের এই ধস নামেনি। এনটিপিসি কর্তৃপক্ষও এ বিষয়ে সাফাই দিয়ে বলেছে, ভূমিধসের জায়গা থেকে তাপবিদ্যুৎ প্রকল্পের দূরত্ব প্রায় এক কিলোমিটার।

আরও পড়ুন-পরীক্ষা পে চর্চায় খরচ বাড়ছে

তাই জোশীমঠের ভূমিধসের জন্য এই প্রকল্পকে কখনওই দায়ী করা যায় না। যদিও তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ দীপক অধিকারীর (দেব) এক প্রশ্নের উত্তরে পরিবেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে জানিয়েছেন, জোশীমঠের ঘটনার পর থেকেই তপোবন-বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্প-সহ বিভিন্ন নির্মাণকাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকার পরিস্থিতির ওপর ২৪ ঘণ্টা নজর রাখা হচ্ছে। কীভাবে এই সমস্যা কাটিয়ে ওঠা যায় সে বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রীর এই জবাবের পর প্রশ্ন উঠেছে, যদি ওই প্রকল্প ধসের জন্য দায়ী হয়ে না থাকে তাহলে কেন তার কাজ বন্ধ রাখা হয়েছে? কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, ইতিমধ্যেই জোশীমঠের ৮৬৩টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। বিপদের আশঙ্কায় ২৯৬টি পরিবারের ৯৯৫ জনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Latest article