এবার শিশুদের জন্যও কোভ্যাক্সিনের অনুমতি

মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক ছাড়া বাইরে বেরোলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে দিল্লি প্রশাসন।

Must read

নয়াদিল্লি : এবার শিশুদের জন্যও কোভ্যাক্সিন ব্যবহারের অনুমতি মিলল। মঙ্গলবার ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই) ৬ থেকে ১২ বছর বয়সি শিশুদের জন্য ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে সীমাবদ্ধ জরুরি ব্যবহারের অনুমোদন মঞ্জুর করেছে। এর বাইরে আরও দুটি করোনা টিকার অনুমোদন দিয়েছে ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। ৫ থেকে ১২ বছর বয়সিদের জন্য কোর্বাভ্যাক্স এবং জাইডাস ক্যাডিলার দুই ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত হয়েছে।

আরও পড়ুন-কংগ্রেসকে ‘না’ পিকের, এটা ওই দু’পক্ষের বিষয় : তৃণমূল

দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত সংক্রমণের আশঙ্কা যুক্ত ওমিক্রন ভ্যারিয়েন্টের ক্রমবর্ধমান কেস এবং পর্যায়ক্রমে স্কুল ও কলেজগুলি পুনরায় খোলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দিল্লিতে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণের ঘটনা। সোমবার করোনা সংক্রমণের হার ছিল ৬ শতাংশের বেশি এবং এই রোগে একজন রোগীর মৃত্যু হয়েছে। দিল্লিতে করোনা সংক্রমণের জন্য মাত্র ১৫,৭৪২টি পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষায় সংক্রমণের ১,০১১টি নতুন কেস পাওয়া গেছে। বর্তমানে দিল্লিতে ৪১৬৮টি সক্রিয় করোনা আক্রান্ত রয়েছে। ৩ হাজার ৬৭ জন রোগীকে হোম আইসোলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৬.৪২ শতাংশ। ৮১৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সংক্রমণের ঘটনা বাড়তে থাকায় সরকারকে নতুন নিষিদ্ধ এলাকা তৈরি করতে হবে যাতে সংক্রমণ অন্য এলাকায় ছড়িয়ে পড়া রোধ করা যায়। বর্তমানে, দিল্লিতে মোট ৬৭০টি কন্টেনমেন্ট জোন রয়েছে। মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক ছাড়া বাইরে বেরোলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে দিল্লি প্রশাসন।

Latest article