বাড়ল সংক্রমণ

ফেব্রুয়ারি মাসের পর যা সবচেয়ে বেশি। এপ্রিল মাসের তুলনায় মে মাসে মুম্বই শহরে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে

Must read

হঠাৎই বাণিজ্যনগরী মুম্বইতে লাফিয়ে বাড়ল করোনার সংক্রমণ। আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা। করোনা পজিটিভিটির হার বেড়ে ৬ শতাংশ হয়েছে, যা অত্যন্ত উদ্বেগের। পরিস্থিতি যাতে কোনওভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেনজন্য বৃহন্মুম্বই পুর নিগম যুদ্ধকালীন তৎপরতায় করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন-বাণিজ্যিক গ্যাস

রাজ্যের সরকারি ও বেসরকারি সব হাসপাতালকে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। বিএমসি জানিয়েছে, বর্ষার আগে সংক্রমণ বেড়ে যাওয়া খুবই উদ্বেগের। তাই ১২-১৮ বছর বয়সিদের টিকাকরণ এবং বয়স্কদের বুস্টার ডোজের বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। মঙ্গলবার মুম্বইয়ে নতুন করে ৫০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফেব্রুয়ারি মাসের পর যা সবচেয়ে বেশি। এপ্রিল মাসের তুলনায় মে মাসে মুম্বই শহরে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

Latest article