করোনায় অর্থনীতি ধসলেও ফুলে ঢোল বিজেপির কোষাগার

সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, ২০২০-’২১ অর্থবর্ষে বিজেপির প্রাপ্ত টাকার পরিমাণ ৪৭৭ কোটি টাকার বেশি।

Must read

প্রতিবেদন : করোনা অতিমারির জেরে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়লেও তার বিন্দুমাত্র আঁচ পড়েনি দেশের শাসক দলের অর্থভাণ্ডারে। বরং বিভিন্ন কর্পোরেট গোষ্ঠী ও ব্যবসায়ীদের থেকে আসা অনুদানের টাকায় আরও ফুলেফেঁপে উঠেছে বিজেপি। দেশের মানুষ কর্মহীন হলেও খোদ নির্বাচন কমিশনের রিপোর্ট বলছে, ২০২০-’২১ অর্থবর্ষে আর্থিক অনুদান বাবদ গেরুয়া শিবিরের হাতে এসেছে ৪৭৭ কোটি টাকারও বেশি। এই অর্থ দেশের যে কোনো রাজনৈতিক দলের আয়ের তুলনায় বহুগুণ বেশি।

আরও পড়ুন-বাড়ল সংক্রমণ

সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, ২০২০-’২১ অর্থবর্ষে বিজেপির প্রাপ্ত টাকার পরিমাণ ৪৭৭ কোটি টাকার বেশি। অন্যদিকে ২০১৪ সাল থেকে কেন্দ্রে ক্ষমতার অলিন্দ থেকে দূরে থাকা কংগ্রেস পেয়েছে মাত্র ৭৪ কোটি টাকা। নির্বাচন কমিশনের প্রকাশিত রিপোর্ট বলছে, ২০১৯-’২০ অর্থবর্ষ শেষ হতেই দেখা যায়, ২০২৫টি কর্পোরেট সংস্থার কাছ থেকে ৭২০.৪০৭ কোটি টাকা অনুদান পেয়েছে বিজেপি। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মসের হিসেব অনুযায়ী এই তথ্য জানা গিয়েছিল।

আরও পড়ুন-বাণিজ্যিক গ্যাস

তার পরের অর্থবর্ষে (২০২০-’২১) কোভিডের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা হয়েছিল গোটা দেশের। দীর্ঘকাল চলে লকডাউন। ব্যবসা-বাণিজ্যে বিপুল মন্দার জেরে কার্যত ভেঙে পড়ে দেশের অর্থনীতি। আমজনতার অবস্থা দুর্বিষহ। অসংখ্য মানুষ কর্মহীন। অথচ এর মধ্যেও বিজেপির কোষাগারে জমা পড়েছে ৪৭৭ কোটি ৫৪ লক্ষ ৫০ হাজার ৭৭ টাকা!

Latest article