রবিবারের উৎসবে অনুরাগের ছবি ঘিরে উন্মাদনা

নন্দন ১-এ দেখানো হল পোল্যান্ডের পরিচালক মাইকেল কিউসিনস্কির দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে ‘ফিলিপ’ এবং অঞ্জন দত্তর ‘চালচিত্র এখন’।

Must read

প্রতিবেদন : রবিবার (Sunday) ছুটির দিনে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্রোৎসবে সকাল থেকেই নন্দনচত্বর ছিল জমজমাট। নন্দন ১-এ দেখানো হল পোল্যান্ডের পরিচালক মাইকেল কিউসিনস্কির দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে ‘ফিলিপ’ এবং অঞ্জন দত্তর ‘চালচিত্র এখন’। সন্ধ্যার আকর্ষণ ছিল পরিচালক অনুরাগ কাশ্যপ ও তাঁর থ্রিলার ছবি ‘কেনেডি’। সাংবাদিকদের অনুরাগ বলেন, ‘এই ছবির ভাবনা ২০ বছর আগেই করেছিলেন সুধীর মিশ্র। এতদিনে বাস্তবায়িত হল।’ সবাইকে ছবিটি দেখতে অনুরোধ করেন তিনি। কথা রাখলেন শহরের দর্শক। নন্দন ১-এ ‘কেনেডি’ দেখতে উপচে পড়ল ভিড়।

আরও পড়ুন-পৌষমেলার মাঠ দেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ

প্রসঙ্গত, মে মাসে কান চলচ্চিত্র উৎসবে ‘কেনেডি’র প্রিমিয়ার হয়। এর পর সিডনি ও বুসান উৎসবেও দেখানো হয় ছবিটি। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সানি লিওন, রাহুল ভাট। রবিবারের সিনে-আড্ডার বিষয় ছিল ‘বাংলা চলচ্চিত্রে কৌতুক চরিত্ররা শুধুই কি বিনোদনের উদ্দেশ্যে ব্যবহৃত? না উল্লেখযোগ্য চরিত্রায়ণও?’ আলোচনায় অংশ নিয়ে কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু, অম্বরীশ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তীদের বক্তব্য, বিনোদনের উদ্দেশ্যে ব্যবহৃত হলেও কৌতুক চরিত্রেরা অবশ্যই উল্লেখযোগ্য চরিত্রায়ণ। বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রায় প্রতিটি শো ছিল হাউসফুল। বুকস্টলগুলিতেও ভিড় ছিল। উৎসবের বাকি আর দুদিন।

Latest article