উদ্বোধনের দিনই জমজমাট বাংলার সংস্কৃতি ও প্রকৃতি উৎসব

Must read

প্রতিবেদন : অপেক্ষার অবসান। শীত বিকেলে বাংলার সংস্কৃতি ও প্রকৃতি উৎসবে মেতে উঠলেন শহরবাসী। শুক্রবার উদ্বোধন হল ‘বাংলার সংস্কৃতি ও প্রকৃতি উৎসব ২০২৪’। প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করলেন অভিনেত্রী, সাংসদ মিমি চক্রবর্তী। ছিলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী। বাংলার সংস্কৃতির স্মারক হিসাবে মিমির হাতে ছৌনাচের মুখোশ তুলে দেন মেয়র। দেন মিষ্টির হাঁড়ি। বিধাননগর পুরসভার বিজে পার্কের প্রাঙ্গনে তখন উৎসাহী মানুষের ভিড়। করতালি দিয়ে তাঁরাও বরণ করে নিলেন প্রিয় অভিনেত্রী, সাংসদকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেণায় ও বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীর উদ্যোগে প্রত্যেক বছরই এই উৎসব হয়। মূল আকর্ষণ নরম গরম পিঠে পুলি, তাজা ফল, সবজি আর বাংলার (West Bengal) সংস্কৃতির সম্ভার। মেলা চলবে ১৪ জানুয়ারি রবিবার পর্যন্ত। সময় বেলা তিনটে থেকে রাত ন’টা। শুধু বিধাননগরবাসী নয়, শহরবাসী অপেক্ষায় থাকেন এই উৎসবের জন্য। কারণ এখানে ৮ থেকে ৮০ সকলেই সমানভাবে আনন্দ করার সুযোগ পান। ছৌনাচ, আদিবাসী নৃত্য, গান, যাত্রাপালা এরই সঙ্গে উপরি পাওনা বাংলা কাটুর্নের মজাদার চরিত্রদের দেখা। সংস্কৃতির কোলাজে সাজানো এই উৎসবের অপেক্ষায় থাকেন সকলে। বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ১৩ বছর একইভাবে চলছে এই উৎসব। প্রকৃতি আর সংস্কৃতির মেলবন্ধনে এই উৎসব এখন শহরবাসীর আবেগ।

আরও পড়ুন- ফের হাসপাতালে মদন মিত্র

Latest article