বৃহস্পতিবারই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে মোকা

Must read

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি আরও পশ্চিমে সরে গিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের অনুমান, বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালের মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে মোকা। আইএমডি জানিয়েছে, বর্তমানে পোর্ট ব্লেয়ার থেকে ৫৪০ কিলোমিটার, বাংলাদেশের কক্সবাজার থেকে ১৪৬০ কিলোমিটার এবং মায়ানমারের সিতওয়ে থেকে ১৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান এই অতি গভীর নিম্নচাপের।

আরও পড়ুন- দেউচা পাচামির মানুষের পাশে, ১৭টি বুথে জল-সমস্যার সমাধানের দায়িত্ব নিলেন অভিষেক

আইএমডির পূর্বাভাস, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপটি বুধবার সন্ধ্যাবেলা থেকে আরও পশ্চিমে সরে গিয়ে সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তার পরের কয়েক ঘণ্টায় আরও শক্তি সঞ্চয় করে বৃহস্পতিবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। শুক্রবার সকালের মধ্যে দক্ষিণ-পূর্ব এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে সরে গিয়ে মোকা পরিণত হতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড়ে। আবহবিদরা জানিয়েছেন, অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরি‌ণত হওয়ার পর মোকা একটু একটু করে উত্তর-পূর্বে সরে যাবে। রবিবার দুপুরের দিকে তা বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের কাউকপুরে আছড়ে পড়বে। ল্যান্ডফলের পর দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করবে মোকা। আবহবিদরা জানিয়েছেন, বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে সর্বোচ্চ ১২০ থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে আছড়ে পড়তে পারে মোকা। তবে শনিবার থেকে এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে শক্তি ক্ষয় করতে শুরু করবে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা।

Latest article