বিশ্বকাপ: ভারত-পাকিস্তান ম্যাচ ১৫ অক্টোবর

Must read

দেশের মাঠে বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। তবে ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দিতা করবে গতবারের দুই ফাইনালিস্ট দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। তবে যাবতীয় আকর্ষণ ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে।

ভারত-পাকিস্তান ম্যাচের দিন ঘোষণা না হলেও শোনা যাচ্ছে এই ম্যাচ হতে পারে ১৫ অক্টোবর। ইতিমধ্যেই বিসিসিআই বিশ্বকাপের ৪৮টি ম্যাচের জন্য দেশের দশটি ভেনুকে বিশ্বকাপের জন্য বেছে নিয়েছে। পাকিস্তান ম্যাচের জন্য ভাবা হয়েছে আমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরুকে। এছাড়াও ভেবে রাখা হয়েছে কলকাতাকে। তবে মোতেরায় খেলা নিয়ে এখনও কিছুটা সংশয় রয়েছে পিসিবি কর্তাদের। বোর্ড সূত্রের খবর, ভারত-পাক ম্য্যাচ হতে পারে চেন্নাইয়ে।

আরও পড়ুন- দেউচা পাচামির মানুষের পাশে, ১৭টি বুথে জল-সমস্যার সমাধানের দায়িত্ব নিলেন অভিষেক

বিশ্বকাপের সূচি ঘোষণা হবে আইপিএলের পর। শোনা যাচ্ছে তাতে ভারত প্রথম ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। খেলাটি হবে চেন্নাইয়ে। সেখানকার উইকেট স্লো টার্নার হিসাবে পরিচিত। অস্ট্রেলিয়া ও বিশ্বকাপের আরও কয়েকটি শক্তিশালী দলের বিরুদ্ধে এরকম টার্নারেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট খেলতে চেয়েছে বলে খবর। অস্ট্রেলিয়া যেমন পাঁচবার বিশ্বকাপ জিতেছে, তেমনই ভারতও দু’বার ৫০ ওভারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। যে কোনও আইসিসি টুর্নামেন্টে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ সব সময়েই ভক্তদের মধ্যে বাড়তি উত্তেজনার সৃষ্টি করে। বিশ্বকাপের এই ম্যাচকে ইতিমধ্যেই শো পিস ইভেন্ট হিসাবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বকাপ শুরু হচ্ছে ৫ অক্টোবর। সেদিনই আমেদাবাদে এক লাখ লোকের সামনে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ২০১১-র পর ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।

Latest article