দেউচা পাচামির মানুষের পাশে, ১৭টি বুথে জল-সমস্যার সমাধানের দায়িত্ব নিলেন অভিষেক

Must read

এর আগে তাঁকে জানিয়ে অনেকের সমস্যার সমাধান হয়েছে। সেই কারণে বীরভূমের মানুষ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) কাছে পেয়ে দেউচা পাচামি এলাকার মানুষ তাঁদের জলসমস্যার কথা জানান। তৃণমূলে (TMC) নবজোয়ার কর্মসূচিতে বীরভূমের (Birbhum) বুধবার মহম্মদ বাজারে দেউচা পাচামি এলাকার গ্রাম পঞ্চায়েতের ১৭ টি বুথে জলের স্থায়ী সমাধানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “আগামী তিনমাস সময় নিচ্ছি। তার মধ্যেই আপনাদের জলের সমস্যা মিটিয়ে দেব।“

এদিন মহম্মদবাজারে জনসংসংযোগ যাত্রায় সেচ কলোনির মাঠে অভিষেকের ভাষণের মধ্যেই সভায় উপস্থিত কয়েকজন স্থানীয় মহিলা বলেন, তাঁদের ভাঁড়কাটা গ্রামে জলের সমস্যা রয়েছে। একথা শুনে মঞ্চে উপস্থিত এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে (Ashish Banerjee) ডেকে বিষয়টি জানতে চান। এই গ্রামে জলের সমস্যা কেন? স্থানীয় পঞ্চায়েতের তরফে বা বিধায়কের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছে- সেই বিষয়ে মঞ্চেই অভিষেককে বিষয়টি বুঝিয়ে বলেন আশিস। সবটা শুনে তৃণমূল সাংসদ বলেন, “আমি সাময়িক একটা ব্যবস্থা করে দিচ্ছি। আমাকে তিনমাস সময় দিন আমি স্থায়ী সমাধানের দায়িত্ব নিলাম।“ তিনি জানান, আগামী দশদিনের মধ্যে ভাঁড়কাটা গ্রামে ১৭টি বুথের প্রত্যেকটিতে একটি করে টিউবয়েল বসবে।

আরও পড়ুন- মালদহের পরে বীরভূম, বিধানসভায় ১১-তে ১১টিতেই জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অভিষেক

অভিষেক বলেন, “যা বলি তা করি। তৃণমূল কংগ্রেস কথা দিয়ে কথা রাখে। আমরা দুয়ারে রেশন করতে চেয়েছিলাম। কিন্তু রেশন ডিলারদের একাংশ মামলা করে। তাই আটকে ছিল। গত মাসে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে। আবার চালু হবে দুয়ারে রেশন।“

 

Latest article