পঞ্চায়েতে ভোট পাবে না ডেলি প্যাসেঞ্জার বিজেপি

২০২৩-এর পঞ্চায়েত ভোটেও প্রমাণ হয়ে যাবে। স্পষ্টভাবে জানিয়ে দিলেন তৃণমূলের হাওড়া জেলার (গ্রামীণ) সভাপতি ও বিধায়ক রাজা সেন।

Must read

সংবাদদাতা, হাওড়া : ভিনরাজ্য থেকে ডেলি প্যাসেঞ্জারি করে বাংলায় এসেও পঞ্চায়েত ভোটে কোনও লাভ হবে না। বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। ২০২১-এর বিধানসভা ভোটে সেটা প্রমাণ হয়েছে। ২০২৩-এর পঞ্চায়েত ভোটেও প্রমাণ হয়ে যাবে। স্পষ্টভাবে জানিয়ে দিলেন তৃণমূলের হাওড়া জেলার (গ্রামীণ) সভাপতি ও বিধায়ক রাজা সেন।

আরও পড়ুন-অনলাইনে এবার জাতিগত শংসাপত্র

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সম্প্রতি উলুবেড়িয়ায় গিয়ে বৈঠক করেন। সেখানে বিজেপির অনেক নেতৃত্ব গরহাজির থাকলেও পঞ্চায়েত ভোট নিয়ে বৈঠকে ভাষণ দেন স্মৃতি। এরপরই রাজা সেন বলেন, বাইরে থেকে এখানে ডেলি প্যাসেঞ্জারি করে বিজেপির যত তাবড় নেতাই আসুন না কেন, মানুষ ওঁদের আগামী পঞ্চায়েত ভোটেও প্রত্যাখ্যান করবে।

Latest article