মানবপাচারে সাজা বহাল

দালের মেহেন্দির বিরুদ্ধে অবৈধভাবে মানুষকে বিদেশে নিয়ে যাওয়ার অভিযোগ ছিল। আদালতে অভিযোগগুলি সত্য বলে প্রমাণিত হয়েছে।

Must read

নয়াদিল্লি : পাঞ্জাবি গায়ক দালের মেহেন্দিকে গ্রেফতার করল পুলিশ। তিনি ২০০৩ সালের অবৈধ মানবপাচার মামলায় দু বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। পাতিয়ালা দায়রা আদালতে একই সাজা চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু আদালত দালের মেহেন্দির সাজা বহাল রাখার পরে পুলিশ জনপ্রিয় পাঞ্জাবি গায়ককে গ্রেফতার করে জেলে পাঠায়। ২০০৩ সালে নথিভুক্ত মানবপাচার মামলার শুনানিতে পাতিয়ালা দায়রা আদালত দালের মেহেন্দির সাজা বহাল রেখেছে যা তাকে আগে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন-দেশে বেড়ে চলেছে চুক্তিভিত্তিক শ্রমিক

দালের মেহেন্দির বিরুদ্ধে অবৈধভাবে মানুষকে বিদেশে নিয়ে যাওয়ার অভিযোগ ছিল। আদালতে অভিযোগগুলি সত্য বলে প্রমাণিত হয়েছে। ২০০৩ সালে পাতিয়ালা সদর থানায় এফআইআরের পরে মেহেন্দিকে ভারতীয় দণ্ডবিধির ধারা ৪০৬, ৪২০, ১২০বি, ৪৬৫, ৪৬৮, ৪৭১ এবং ভারতীয় পাসপোর্ট আইনের অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছিল। বিদেশ পাঠানোর বিনিময়ে জনগণের কাছ থেকে এক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দালের ও অন্যদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

Latest article