প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিয়ম করে সবকা সাথ, সবকা বিকাশের কথা বলে থাকেন। তবে এটা যে মোদির নিতান্তই মুখের কথা তার প্রমাণ বারেবারেই মিলছে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে অন্যায়, অনৈতিক ও অবৈধ কাজ করাটাই যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী সবার বিকাশের কথা বললেও বিজেপির কাছে দলিত সম্প্রদায় যে নিতান্তই অচ্ছুত আরও একবার তার প্রমাণ মিলল যোগীর রাজ্যে।
আরও পড়ুন-টাকার পতন থামছেই না
পরীক্ষায় সামান্য একটা ভুল করার অপরাধে দশম শ্রেণির এক দলিত পড়ুয়াকে পিটিয়ে মেরেই ফেলল স্কুলের শিক্ষক। মৃত ছাত্রের নাম নিখিল দোহরে। ৭ সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আওরাইয়ায়। পুলিশ জানিয়েছে, ৭ সেপ্টেম্বর স্কুলে বিজ্ঞান পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় সামান্য ভুল করেছিল নিখিল। পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের ভুল করা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু নিখিল দলিত সম্প্রদায়ের হওয়ায় এই ভুল বরদাস্ত করেননি শিক্ষক। কেন ভুল হয়েছে, এই প্রশ্ন তুলে শিক্ষক অশ্বিনী সিং নিখিলকে বেধড়ক মারধর করেন।
আরও পড়ুন-বেআব্রু কংগ্রেসের কোন্দল
বেধড়ক মারধরের কারণে নিখিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হার মানে নিখিল। ২৪ সেপ্টেম্বর নিখিলের বাবা রাজু দোহরে আচলদা থানায় শিক্ষক অশ্বিনীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। চিকিৎসায় সহযোগিতা না করা, জাত তুলে গালিগালাজ করা, মারধর-সহ একাধিক অভিযোগে নিখিলের বাবা ওই শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তবে নিখিলের মৃত্যুর পরই গা ঢাকা দিয়েছেন ওই শিক্ষক। তাঁকে গ্রেফতার করার জন্য পুলিশ একটি বিশেষ দল গঠন করেছে।