ধূলিসাৎ লালগোলারাজের দানক্ষেত্র

সম্প্রতি দানক্ষেত্রটির বিভিন্ন জায়গা ভেঙে পড়ার পাশাপাশি বৃষ্টির জল চুঁইয়ে ঘরে পড়ছিল। তাই মেরামতির প্রয়োজন ছিল।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : মন্দির সংস্কারের কাজ করতে গিয়ে ধুলোয় মিশিয়ে দেওয়া হল অবিভক্ত বঙ্গদেশের মহারাজ যোগীন্দ্রনারায়ণ রায়ের লালগোলা রাজবাড়ির ‘দানক্ষেত্র’টি। ১০-১৫ দিন ধরে সংস্কার চলছিল। বর্তমানে আর তার অবশিষ্ট নেই।
মহারাজা যোগীন্দ্রনারায়ণ রায়ের দানের কথা ইতিহাসের পাতায় পাতায় লেখা। লালগোলা রাজবাড়ির ভিতরে ‘দানক্ষেত্র’য় (৩০ ফুটx৩০ ফুট) ঘরে বসে মহারাজা প্রজাদের দুঃখ-দুর্দশার কথা শুনতেন। দানধ্যান করতেন। শোনা যায় দানধ্যানের সময় রাজা অভুক্ত থাকতেন। এই রাজা শান্তিনিকেতনের একাংশ তৈরির জন্য বিপুল অর্থ সাহায্য করেছিলেন। বঙ্গীয় সাহিত্য পরিষদের দ্বিতল নির্মাণ হয় ওঁর দানে। হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ প্রকাশ করেন, ওঁরই আর্থিক আনুকূল্যে।

আরও পড়ুন-ভাতা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী, উল্লাস চা-শ্রমিক মহল্লায়

সম্প্রতি দানক্ষেত্রটির বিভিন্ন জায়গা ভেঙে পড়ার পাশাপাশি বৃষ্টির জল চুঁইয়ে ঘরে পড়ছিল। তাই মেরামতির প্রয়োজন ছিল। কিন্তু তা করতে গিয়ে তাকে ধুলিসাৎ করে দেওয়া হয়েছে।
রাজবাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সৌরভ রায় বলেন, ‘আমি রানিমা প্রণতি রায়ের সম্মতি নিয়ে পুজো কমিটির সদস্যদের ওই ঘরটিকে মেরামতির অনুমতি দিয়েছিলাম। কিন্তু মেরামত করতে গিয়ে তারা ঘরটিকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলেছে।’
লালগোলার তৃণমূল বিধায়ক মহম্মদ আলি এই বিষয়ে কোনও তথ্য নেই বলে জানিয়েছেন।

Latest article