বর্ষার আগেই পদ্মার ভাঙন রোধের কাজ শুরু

জেলা সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি মাসে টেন্ডার ডাকা হয়েছিল। সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না করায় বাতিল হয়ে যায়।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : পদ্মার পাড়ে ভাঙন প্রতি বছরই মাথাব্যথার কারণ হয় স্থানীয় মানুষজনের এবং প্রশাসনের। তাই এবার বর্ষার আগেই জেলা প্রশাসন এবং পূর্ত দফতর কোমরবেঁধে নেমে পড়েছে। তাই ভাঙন রুখতে ভগবানগোলা-১ ব্লকের হনুমন্তনগর পঞ্চায়েতে কাজ শুরু করল সেচ দফতর। বৃহস্পতিবার চারবিনপাড়া থেকে চরবাবুপুর মাঠপাড়া পর্যন্ত ৬০০ মিটার নদীর পাড় বাঁধানোর কাজ শুরু হয়েছে। দু বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য। খরচ হবে ৪ কোটি ৬৩ লক্ষ ৭১ হাজার টাকা।

আরও পড়ুন-ধূলিসাৎ লালগোলারাজের দানক্ষেত্র

সেচ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা দিনভর তদারকি করেছেন। কাজ শেষ হলে চর এলাকার নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধান হবে দাবি জেলা সেচ দফতরের। বিডিও পুলককান্তি মজুমদার বলেন, পদ্মার ভাঙন দীর্ঘদিনের সমস্যা। অনেকে ঘরবাড়ি, চাষের জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন। ভগবানগোলা বা জিয়াগঞ্জের রেললাইনের পাশে অস্থায়ী ঘর বানিয়ে কোনওরকমে দিন গুজরান করেছেন। বাসিন্দারা পাড় বাঁধানোর দাবি জানিয়ে আসছিলেন। তাই স্থায়ী সমাধানের কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন-ভাতা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী, উল্লাস চা-শ্রমিক মহল্লায়

জেলা সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি মাসে টেন্ডার ডাকা হয়েছিল। সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না করায় বাতিল হয়ে যায়। দ্বিতীয়বার টেন্ডার ডাকা হয়। বর্ষা আসন্ন। যত দ্রুত সম্ভব কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বর্ষার পর আবার শুরু হবে। এই মুহূর্তে পুরনো সিমেন্টের বস্তা মাটি ও নদীর বালি ভর্তি করে জালে ভরে নদীতে ফেলা হচ্ছে।

Latest article