ভাতা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী, উল্লাস চা-শ্রমিক মহল্লায়

চা-শ্রমিকদের জীবনযাপনের মানকে আরও উন্নত করার জন্য আলাদা গুরুত্ব ও আর্থিক বরাদ্দ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : চা-শ্রমিকদের জীবনযাপনের মানকে আরও উন্নত করার জন্য আলাদা গুরুত্ব ও আর্থিক বরাদ্দ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম জমানায় হতশ্রী অবস্থায় থাকা চা-বাগানের শ্রমিকরা আজ মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছেন। উত্তরবঙ্গ সফরে গিয়ে আলিপুরদুয়ারের কর্মিসভার মঞ্চ থেকে চা-শ্রমিকদের ১৫ শতাংশ অন্তর্বর্তীকালীন ভাতা বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-পাহাড়ে লাগাতার বৃষ্টি মৃত ১, নাকাল পর্যটকরা

কালচিনির সুভাষিণী চা-বাগানের মাঠে গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিয়ে চা-শ্রমিকদের জন্য এই ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই শ্রমিক মহল্লায় খুশির হাওয়া। দীর্ঘদিন ধরেই শ্রমিকেরা মজুরি বৃদ্ধির জন্য দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু বাগান কর্তৃপক্ষ মজুরি বাড়াতে নারাজ। এই বিষয় নিয়ে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে বাগান মালিকদের সঙ্গে। কিন্তু কোনও ইতিবাচক সমাধান বের হয়নি। যার ফলে চা-শ্রমিকরা বঞ্চিত হচ্ছিলেন। শ্রমিক-মালিকদের টানাপোড়েনের মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রীর চা-শ্রমিকদের জন্য এহেন পদক্ষেপে শ্রমিকরা বেজায় খুশি। এ যেন তাঁদের কাছে মেঘ না চাইতেই জল পাওয়ার মতো। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার মিলে ১৮৭টি চা-বাগান আছে।

আরও পড়ুন-সমস্যার সমাধানই প্রচারের হাতিয়ার

এই চা-বাগানগুলোতে প্রায় দু’লক্ষ, পঁচাত্তর হাজার শ্রমিক কাজ করেন। প্রত্যেক শ্রমিকই এই বাড়তি টাকা পাবেন। এই বিষয়ে জলপাইগুড়ির তৃণমূল জেলা সভানেত্রী মহুয়া গোপ জানান, মুখ্যমন্ত্রী বরাবরই মানবিক। তিনি যখনই উত্তরবঙ্গে আসেন তখনই কিছু না কিছু উপহার নিয়ে আসেন। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এবার চা-শ্রমিকের জন্য এই উপহার দিলেন। আগামীতে তিনি আরও উন্নয়ন করবেন বলে তাঁর বিশ্বাস।

Latest article