পাহাড়ে লাগাতার বৃষ্টি মৃত ১, নাকাল পর্যটকরা

লাগাতার বৃষ্টিপাত শুরু হওয়ার কারণে প্রশাসন সতর্ক রয়েছে। তবে দার্জিলিংয়ে এক রাতেই ২৩.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : পাহাড়ে ব্যাপক বৃষ্টি। মুখ ভার পর্যটকদের। লাগাতার বৃষ্টির জেরে একজনের মৃত্যু হয়েছে। বর্ষা যে শুরু হচ্ছে তার সঙ্কেত আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। সমতলে সেইভাবে বৃষ্টি শুরু না হলেও পাহাড়ে শুরু হয়েছে লাগাতার বৃষ্টি। বুধবার সারা রাতের বৃষ্টিতে পাহাড়ের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে মাটি আলগা হওয়া শুরু হয়েছে।

আরও পড়ুন-সমস্যার সমাধানই প্রচারের হাতিয়ার

সারা রাতের বৃষ্টির কারণে ১০ নম্বর জাতীয় সড়কে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে সিকিম এলাকায় দুটি জায়গায় বড় ধরনের ক্ষতি হয়েছে রাস্তার। ধসের কারণে রাস্তার ক্ষতির জন্য শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার গাড়িগুলি অনেকক্ষণ যানজটে আটকে ছিল। যদিও দিনের আলো ফুটতে ধস মেরামত করতে নেমেছে স্থানীয় প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১০ নম্বর জাতীয় সড়কের ৩২ মাইল ও ২৯ মাইলে ব্যাপক ধস নেমেছে।
ব্যাপক বৃষ্টিপাতের কারণে দার্জিলিং শহরের বেশ কিছু জায়গায় পুরনো গাছ পড়ে যায়। গাছ পড়ে যাওয়ার কারণে জুনু তামাং নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রংলি রংলিওট ব্লকে। লাগাতার বৃষ্টিপাত শুরু হওয়ার কারণে প্রশাসন সতর্ক রয়েছে। তবে দার্জিলিংয়ে এক রাতেই ২৩.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে।

Latest article