সমস্যার সমাধানই প্রচারের হাতিয়ার

বৃহস্পতিবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ ফাঁসিদেওয়া ব্লকের বিভিন্ন অঞ্চলে বৈঠক করেন।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : বড় কোনও সভা নয়। শিলিগুড়ি মহকুমা পরিষদ, পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি ব্লকে ছোট ছোট কর্মিসভা করে মানুষের সমস্যা জেনে সমাধানে গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি মহকুমা পরিষদের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বেশ কিছুদিন ধরে ছোট আকারের কর্মিসভা করছেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। কখনও মাঠে, কখনও কারও বাড়ির উঠোনে এই ভাবেই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলিকে।

আরও পড়ুন-কোচবিহারে দুর্ঘটনায় মৃত্যু নির্মাণকর্মীর, পে লোডারের সাহায্যে চলে উদ্ধারকাজ

বৃহস্পতিবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ ফাঁসিদেওয়া ব্লকের বিভিন্ন অঞ্চলে বৈঠক করেন। প্রতিটি বুথ ধরে এই বৈঠক করা হচ্ছে বলে জানিয়েছেন সভানেত্রী পাপিয়া ঘোষ। মহকুমা পরিষদের প্রার্থী আইনুল হক সহ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীরা উপস্থিত ছিলেন। পাপিয়া ঘোষ বলেন, ‘‘শিলিগুড়ি পুরসভার নির্বাচনে ছোট বৈঠককে গুরুত্ব দিয়েই প্রচার চালানো হয়। এবার মহকুমা পরিষদের পঞ্চায়েত নির্বাচনে একইভাবে এইরকম বৈঠকের প্রচার চালানো হচ্ছে।’’ পাপিয়া ঘোষ আরও বলেন, ‘‘প্রতিটি আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থীরূপে দেখিয়েই প্রচার চালানো হচ্ছে।’’ বৈঠকে ফাঁসিদেওয়া ব্লকের নির্বাচনী অবজারভার দেবাশিস প্রামাণিক উপস্থিত ছিলেন।

Latest article