কোচবিহারে দুর্ঘটনায় মৃত্যু নির্মাণকর্মীর, পে লোডারের সাহায্যে চলে উদ্ধারকাজ

মৃত ব্যক্তির বাড়ি ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের পেস্টারঝাড় এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

Must read

সংবাদদাতা, কোচবিহার : হঠাৎ ভেঙে পড়ল নির্মীয়মাণ বেসরকারি স্কুলের ছাদ। দুর্ঘটনায় মৃত্যু হল নির্মাণকর্মী অভিজিৎ দাস(২৭)-এর। বৃহস্পতিবার কোচবিহারের পুন্ডিবাড়ি থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সোনারি কাকরিবাড়ি এলাকার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়।

আরও পড়ুন-‘কোনও ধর্মের সম্পর্কে কটূক্তি করা উচিত নয়,বাংলার সংহতি নষ্ট করবেন না” স্পষ্ট জানালেন মমতা

উদ্ধারকার্যের ব্যবস্থা করেন তিনি। পৌঁছয় ৫টি জেসিবি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে। পাশাপাশি গ্যাস কাটার দিয়ে বাঁশ এবং রড কাটা হচ্ছে। দমকল পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান। ঘটনাস্থলে কোচবিহার সদর মহকুমার শাসক শেখ রাকিবুল রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ, কোচবিহার ২ নম্বর ব্লকের বিডিও সেরিং জ্যাম ভুটিয়া, দমকল বাহিনী, পুলিশের অন্যান্য অধিকারিকরা। এই ধ্বংসস্তূপের ভিতরে আরও কেউ চাপা রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃত ব্যক্তির বাড়ি ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের পেস্টারঝাড় এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Latest article