‘শুভেন্দু বাবু কি তাঁর মায়ের থেকেও বড় দরদী “মাসি” হয়ে গিয়েছেন?’ বিজেপি নেতার মৃত্যু প্রসঙ্গে সরব দেবাংশু

এই বিষয়ে পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলে বছর ২৫-এর শুভদীপকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে

Must read

বাঁকুড়ার (Bankura) গঙ্গাজলঘাটির নিধিরামপুরে এক বিজেপি (BJP) নেতার রহস্যমৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সূত্রের খবর, বাড়ির কাছে একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। দেহের সঙ্গে বাঁধা ছিল হাত। জানা গিয়েছে, মৃতের নাম শুভদীপ মিশ্র। এই বিষয়ে পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলে বছর ২৫-এর শুভদীপকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান।

আরও পড়ুন-রাজধানীর বায়ুদূষণ রাজনীতির যুদ্ধক্ষেত্র নয়, বলল সুপ্রিম কোর্ট

এই অবস্থায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘তৃণমূলের গুন্ডারা শুভদীপ মিশ্রকে খুন করে হাত বেঁধে গাছে ঝুলিয়ে দিয়েছে। বাঁকুড়া জেলার শুভদীপ মিশ্র ছিলেন বিজেপির প্রার্থী। সালতোরা বিধানসভা কেন্দ্র এলাকার গঙ্গাজলঘাটি ব্লকের লোটিয়াবনি অঞ্চলে নিধিরামপুর ২৫৭ নম্বর বুথ থেকে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন তিনি। জেলা পুলিশ ইউনিটগুলি ইউনিফর্মে টিএমসি ক্যাডার ছাড়া আর কিছুই নয়। তাদের একমাত্র কাজ হল যতদিন সম্ভব টিএমসি পার্টির অস্তিত্ব বজায় রাখা নিশ্চিত করা।’

আরও পড়ুন-হংসেশ্বরী মন্দিরে ২০৯ বছর পর ছেদ পড়ছে বলিপ্রথায়

শুভেন্দুর বক্তব্যের প্রতিবাদ করেই এদিন নিজের এক্স হ্যান্ডেলে দেবাংশু ভট্টাচার্য লেখেন, ‘বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত বিজেপি কর্মীর মা যেখানে স্বয়ং দাবী করেছেন তাঁর সন্তানের মৃত্যুর পেছনে মৃতের বান্ধবীর পরিবারের হাত আছে, সেখানে শুভেন্দু বাবু কি তাঁর মায়ের থেকেও বড় দরদী “মাসি” হয়ে গিয়েছেন? অন্ধ তৃণমূল বিরোধিতার রাজনীতি করতে করতে লোকটা এমন পর্যায়ে নেমে এসেছে, যেখান থেকে তাকে টেনে তোলা ভালো কোম্পানির ক্রেনের পক্ষেও সম্ভব নয়!’

 

Latest article